সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নতুন সিনেমার শুটিং শুরু করেছেন বিদ্যা সিনহা মিম। সিনেমার নাম ‘দিগন্তে ফুলের আগুন’। সিনেমাটি পরিচালনা করছেন ওয়াহিদ তারেক।
মঙ্গলবার (১ আগস্ট) রাজধানীর ইস্কাটনে সিনেমাটির শুটিং শুরু হয়।
জানা গেছে, এই সিনেমায় শহীদুল্লাহ কায়সারের স্ত্রী পান্না কায়সারের চরিত্রে অভিনয় করছেন মিম। শহিদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের জীবন নিয়ে এই সিনেমার গল্প।
নতুন সিনেমা নিয়ে পোস্ট দিয়েছেন এই তারকা। মহরতের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন- নতুন ছবি।
সর্বশেষ মীমকে দেখা গেছে মিশন হান্টডাউন ওয়েব সিরিজে। গেল ঈদুল আজহায় সিরিজটি ওটিটিতে মুক্তি পায় এবং দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলে। এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে মিম অভিনীত সাইবার থ্রিলার ধর্মী ‘অন্তর্জাল’ ও ‘মানুষ’ সিনেমা । মানুষে তার বিপরীতে আছেন টলিউড সুপারস্টার জিৎ।
প্রসঙ্গত, মিমের ক্যারিয়ারের শুরুটা হয়েছিল ২০০৭ সালে। লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় তিনি প্রথম-স্থান অর্জন করেছিলেন। আমার আছে জল সিনেমার মধ্য দিয়ে তিনি পা রাখেন সিনেমার রঙ্গিন দুনিয়ায়। আর প্রথম সিনেমা দিয়েই দর্শকের মনে গেঁথে যান তিনি।
অভিনয় করেছেন- শাকিব, শুভ ও বাপ্পীর মতো তারকাদের সঙ্গে। ২০২২ সালে মুক্তি পায় মীমের দুটি সিনেমা দামাল এবং পরাণ। সিনেমায়গুলোতে অভিনয় করে সিনেপ্রেমীদের সব মনোযোগ নিজের দিকে টেনেছিলেন তিনি। একের পর এক জনপ্রিয় সিনেমার মাধ্যমে দর্শপ্রিয় হয়ে উঠেন এই অভিনেত্রী।
জেডএ