সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
যুক্তরাষ্ট্রে বেশ কিছু স্টেজ শোতে অংশ নেওয়ার পর রোববার (৩০ জুলাই) দেশে ফিরেছেন চিত্রনায়ক জায়েদ খান। এদিন ছিল নায়কের জন্মদিন।
বিমান বন্দর থেকেই ফুলেল শুভেচ্ছা পাচ্ছেন জায়েদ। অন্যদিকে সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে উন্মাদনা চরমে। পরিচিতজন ও তারকাদের শুভেচ্ছা বন্যায় ভাসছেন তিনি।
জায়েদকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। সঙ্গে এই নায়ককে উপদেশও দিয়েছেন তিনি।
জায়েদের ছবিসহ ফেসবুকে পোস্টে শাওন লিখেছেন, ‘শুভ জন্মদিন জায়েদ খান। তোমার সরলতাই তোমার সম্পদ। তবে সেই সরলতা যেন বোকামিতে রূপ না নিতে পারে সেই সীমারেখাটা টানা দরকার।’
তিনি বলেন, ‘কত বেশি বলবে তা ভাবার চেয়ে, কখন চুপ করে শুধু শুনবে সেটা বুঝতে পারা তোমার জন্য খুব প্রয়োজন। তোমার যতটুকু প্রতিভা আছে তা পরিপূর্ণতা পাক এবং শুধুমাত্র সেটা নিয়েই আলোচনা হোক এই শুভকামনা। অনেক ভালো থেকো।’
পোস্টের শেষে শাওন আরও লেখেন, ‘এটা মজা করার জন্য দেয়া কোনো পোস্ট না। আমি সচেতনভাবে আমার স্নেহের একজনকে আমার ভাষায় জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছি। আপনাদের অনেকের কারণে-অকারণে হাসি আসতেই পারে, কিন্তু ‘হা হা’ রিয়্যাকশন দেওয়া কেউ আমার বন্ধুতালিকায় থাকলে সেই হাস্যমুখী ব্যক্তিকে তালিকা থেকে বাতিল করে দেয়া হবে। শুভ আনফ্রেন্ডিং।’
এম