সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মিউজিক ভিডিও ইন্ডাস্ট্রির অন্যতম সফল জুটি ইমরান ও পড়শী। তারা জুটি হয়ে এ পর্যন্ত তিনটি দ্বৈত গান উপহার দিয়েছেন। যার প্রতিটিই হিট। মাঝে বিরতির পর এই জুটি আবার হাজির হচ্ছে নতুন গানচিত্র নিয়ে। নাম রেখেছেন ‘কথা একটাই’।
রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান। ভিডিও পরিচালনা করেছেন সৈকত রেজা। গানটি ১০ ডিসেম্বর প্রকাশ পাবে পড়শীর ইউটিউব চ্যানেলে।
এ বিষয়ে ইমরান বলেন, এটি পড়শীর সঙ্গে করা আমার চতুর্থ দ্বৈত গান। এই গানটা নিয়ে দর্শকদের মাঝে অনেক আগ্রহ দেখতে পাচ্ছি। আমার বিশ্বাস গানটি সবার ভালো লাগবে।
এদিকে গানচিত্রটি প্রকাশের আগেই নানা প্রচারণায় ব্যস্ত রয়েছেন শিল্পীদ্বয়। সোমবার (৯ ডিসেম্বর) প্রচারণার শেষ চমক হিসেবে প্রকাশ পেয়েছে গানচিত্রের একটি বিশেষ পোস্টার। যেখানে স্থান পেয়েছে শুধুই পড়শীর অন্যরকম এক ছবি। দেখা যাচ্ছে, হকিস্টিক হাতে নিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে বসে আছেন পড়শী। লক্ষ্য নিশ্চয়ই অদূরে ফ্রেমের বাইরে থাকা ইমরান।
এ বিষয়ে পড়শী বলেন, জীবন মামার লেখা, ইমরান ভাইয়ের সুর ও সংগীতে তিন জনের এই প্রজেক্ট দীর্ঘদিন পর হলো। বেশ আগে আমরা ‘জনম জনম’ শিরোনামে একটি গান করেছিলাম। সুপারহিট হয়েছিল সেটি। দীর্ঘদিন পর ‘কথা একটাই’ করলাম আমরা। এই গানটার রেকর্ডিং ও ভিডিও করার সময় নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।
আরএ