সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বহুল প্রত্যাশিত ছবি ‘পুষ্পা টু: দ্য রুল’ মুক্তির সময়ে একাধিক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। কোথাও ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন বহু মানুষ, আবার কোথাও প্রেক্ষাগৃহে আগুন লাগার মতো ঘটনাও ঘটেছে।
এবার বৃহস্পতিবার রাতে মুম্বাইয়ের এক সিনেমা হলে পুষ্পার শো-এ ঘটে যায় এক ভয়ংকর ঘটনা। শো চলাকালীন হঠাৎ কাশি, বমি করতে শুরু করেন দর্শকরা। এতে রীতিমতো আতঙ্কে ভরে ওঠে হলের পরিবেশ।
তাহলে কি হয়েছিল? ভারতীয় গণমাধ্যমের খবর, ছবি চলার ঠিক মাঝের দিকে কোনো এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি প্রেক্ষাগৃহের মধ্যে হঠাৎই এক রহস্যময় কোন দ্রব্য স্প্রে করেন। ফলে সেখানে থাকা দর্শক কাশতে শুরু করেন। এভাবে বেশ কিছুক্ষণ চলার পরে শুরু হয় বমি। দম বন্ধ হওয়ার কারণে অনেকেই প্রেক্ষাগৃহের বাইরে বেরিয়ে আসেন।
এ মুহূর্তে উপস্থিত দর্শকের মধ্যে আতঙ্ক ছড়ায়। সাময়িক বন্ধ করে দেওয়া হয় শো। এরপর খবর পেয়েই মুম্বাই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কে ছিল সেই ব্যক্তি, তার খোঁজ পেতে ইতোমধ্যেই পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে। প্রেক্ষাগৃহ এবং তার আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। প্রেক্ষাগৃহের ভেতরটা স্যানিটাইজ করা হয়। এরপর সবকিছু স্বাভাবিক হলে আবার চালানো হয় পুষ্পার শো।
এফএইচ