সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
টোল পড়া হাসি আর নিষ্পাপ চেহারা মেয়েটির বলিউডে অভিষেক ঘটে করন জোহরের হাত ধরে। ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ছবি দিয়ে তার যাত্রা শুরু। এরপর একে একে অনেকগুলো ছবিতে অভিনয় করেছেন। যার বেশির ভাগ সুপার হিট। এরমধ্যে বিয়ে করে সংসার পাতেন। জন্ম দেন কন্যা সন্তানের। এরপর আবার নাম লিখিয়েছে হলিউডে। সংসার, সন্তান একের পর এক ছবিতে অভিনয় করে কাটছে তার ব্যস্ত সময়। এতকিছুর মধ্যে আলিয়া ভাটের চেহারাতেও এসেছে পরিবর্তন। কিন্তু এই চেহারা পরিবর্তন নিয়ে মাঝে মধ্যেই অভিনেত্রীকে পড়তে হচ্ছে কটাক্ষের মুখে।
কেউ বলছে অস্ত্রোপচারের মাধ্যমে আলিয়া ভাট গালের অতিরিক্ত চর্বি কমিয়েছেন।কেউ বা আবার এমনও বলছেন নাকে অস্ত্রোপচার করিয়েছেন এ নায়িকা। শুধু তাই নয়, অস্ত্রোপচার করতে গিয়ে তিনি আংশিকভাবে পক্ষাঘাতগ্রস্ত হয়েছেন। এ কারণে নাকি কথা বলার সময়ে আলিয়ার মুখ এক দিকে বেঁকে যায়। এ কথা শুনে ভীষণ রেগে গেছেন। এই দাবিকে গুজব সম্বোধন করে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন আলিয়া ভাট। কড়া ভাষায় সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন দীর্ঘ পোস্ট।
আলিয়া ভাট লিখেছেন, ‘যারা চেহারায় অস্ত্রোপচার করিয়েছেন, তাদের বিরুদ্ধে আমার কোনো মতামত নেই। এটা তাদের ব্যক্তিগত রুচি। কিন্তু এটা কী হচ্ছে! সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিওতে দাবি করা হচ্ছে, অস্ত্রোপচার করাতে গিয়ে নাকি আমার মুখ বেঁকে গেছে, আমার হাসিতে পরিবর্তন এসেছে। আমার কথা বলার ধরনও নাকি অদ্ভুত। একটা মানুষের মুখ নিয়ে আপনাদের মনগড়া মতামত এমন নোংরা! এই ধরনের মন্তব্যের নেপথ্যে আপনারা আবার বৈজ্ঞানিক যুক্তি দিচ্ছেন! আমার মুখের একটা দিক নাকি পক্ষাঘাতগ্রস্ত। আপনারা কি মশকরা করছেন?’
আলিয়া আরও লেখেন, ‘এ কথাগুলোকে আপনারা খুবই গুরুত্বপূর্ণ মনে করছেন। কিন্তু তার কোনো প্রমাণ নেই। যুক্তি নেই। এর চেয়েও খারাপ হলো, অল্পবয়সী ছেলেমেয়েদের এসব মিথ্যে তথ্য দিয়ে আপনারা প্রভাবিত করছেন। আপনারা এগুলো কি জনপ্রিয়তা পাওয়ার জন্য বলছেন? আপনাদের সবার কথা ভিত্তিহীন।’