সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
‘খিলাড়ি’খ্যাত বলিউড তারকা অক্ষয় কুমার। ৫৭ পেরিয়ে আজ এই সুপারস্টার স্পর্শ করলেন জীবনের ৫৮তম বসন্ত। ১৯৬৭ সালের এই দিনে (৯ সেপ্টেম্বর) জন্ম অক্ষয় কুমারের। জন্মদিনে পায়েসের পরিবর্তে, এক বাটি দুধেই মন মজেছেন ‘বার্থ-ডে বয়। ’ সোমবার সকালে ইনস্টাগ্রাম হ্যান্ডলে এমনই একটি ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন বলিউডের ‘খিলাড়ি’। তাতে রয়েছে রহস্যের ইঙ্গিত।
জন্মদিনে অনুরাগীদের রিটার্ন গিফট দিলেন অক্ষয় কুমার৷ ১৪ বছর পর পরিচালক প্রিয়দর্শনের সঙ্গে আবারও একবার জুটি বাঁধছেন তিনি৷ সোমবার প্রকাশ্যে এসেছে ‘ভূত ভূত বাংলো‘ সিনেমার মোশন পোস্টার। যেখানে প্রথমেই দেখা যাচ্ছে, একটি কালো বিড়ালের লেজ। তারপর এক বাটি দুধ হাতে অক্ষয়ের আবির্ভাব। সেদিকে জিভ বাড়িয়ে রেখেছেন তিনি। আর কালো বিড়ালটি ঠিক তার কাঁধের উপর। নায়কের এমন লোভ মোটেও ভালো চোখে দেখছে না সে। কমেডি-হরর ঘরানার এই সিনেমাটি ২০২৫ সালে মুক্তি পাবে বলে জানা গেছে।
জন্মদিনে ভক্ত, অনুরাগীদের উদ্দেশে অক্ষয় লিখেছেন, “বছরের পর বছর আপনারা আমার জন্মদিনে যেভাবে ভালবাসা জানিয়েছেন তার জন্য ধন্যবাদ। এ বছরের জন্মদিন উদ্যাপন করছি আসন্ন সিনেমা ‘ভূত বাংলো’-র প্রথম ঝলক ভাগ করে। প্রায় ১৪ বছর পর প্রিয়দর্শনের সঙ্গে আবার কাজ করার জন্য আমি উৎসাহিত। দীর্ঘ অপেক্ষার পর শুরু হচ্ছে এই স্বপ্নের সিনেমা। আপনাদের সঙ্গে এই সফরের অভিজ্ঞতা ভাগ করে নেয়ার জন্য আমার আর তর সইছে না। জাদু কেমন হয়, তা জানার জন্য সঙ্গে থাকুন।”
এর আগে ২০১০ সালে প্রিয়দর্শনের ‘খাট্টা-মিঠা’ সিনেমাতে অভিনয় করেছিলেন অক্ষয়। গত কয়েক বছরে প্রিয়দর্শনের হিন্দি সিনেমা খুব একটা দেখা যায়নি। ২০১৩ সালে মুক্তি পেয়েছিল ‘রংরেজ’ এবং ২০২১ সালে ‘হাঙ্গামা ২’। ২০২৫ সালে মুক্তি পেতে পারে অক্ষয়ের সঙ্গে তার দ্বিতীয় সিনেমা ‘ভূত বাংলো’। বোঝাই যাচ্ছে এ সিনেমাতে থাকবে ভয়ের আবহ। কিন্তু মোশন পোস্টারে অক্ষয়ের অভিব্যক্তি ইঙ্গিত দিচ্ছে, এ সিনেমার আনাচকানাচে খেলা করবে হাস্যরস। তবে, অক্ষয়ের সঙ্গে আর কোন কোন তারকা থাকছেন, তা এখনও জানা যায়নি।
২০২৪ সালে অক্ষয়ের ‘বড়ে মিঞা ছোটে মিঞা’, ‘সরফিরা’ মুক্তি পেয়েছে। কিন্তু খুব একটা সাফল্য পাননি নায়ক। ‘স্ত্রী ২’ সিনেমাতে ক্যামিয়ো করতে দেখা গেছে তাকে। এরপর আসতে চলেছে ‘খেল খেল মে’। এতে অক্ষয়ের সঙ্গে থাকছেন ফারদিন খান, বাণী কপূর, অ্যামি ভির্ক, তাপসী পন্নু। এ ছাড়া এই বছরই মুক্তি পাবে ‘স্কাই ফোর্স’ এবং ‘সিংহম আগেন’।
এস