সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ইংরেজিতে একটি প্রবাদ আছে, ‘মর্নিং শো দ্যা ডে’ (morning shows the day)। এই কথাটি খুব ভালো ভাবেই মানিয়ে গিয়েছে চিত্র নায়িকা নিপুন আক্তারের বেলায়। সিনেমার ক্যারিয়ারে নিপুনের প্রথম সিনেমা ‘রত্নগর্ভা মা’, যা আলোর মুখ দেখেনি এখনো। আর সর্বশেষ ছবি ‘সুজন মাঝি’ দর্শক টানতে পারেনি একটুকুনও। আর মাঝখানে থাকা প্রায় অর্ধশত ছবিতে অভিনয় শুধু যেন ব্যাক্তি স্বার্থে সিনেমাকে ব্যাবহার করা।
ক্যারিয়ারের শুরু থেকে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে ওঠা বসা তার। সিনেমার পর্দা থেকে মন্ত্রী, এমপিদের ঘরে যাতায়াত ছিল বেশি। ফলে ক্রমেই অভিনয়ের দক্ষতা থেকে রাজনৈতিক কুটিল চিন্তা ঝেকে বসে তার মাথায়। শুরু করেন অবৈধভাবে বিএফডিসিকে নিজের করে নেওয়ার প্রস্তুতি।
সময়টা তখন ২০২২ সালের ২৮ জানুয়ারি। একদিকে মিশা-জায়েদ প্যানেল আর অন্যদিকে কাঞ্চন-নিপুণ পরিসদ। এই নির্বাচনেও নিপুণ প্রভাব খাটিয়েছেন রাজনৈতিক ব্যক্তিদের। এক রাতেই দফায় দফায় নির্বাচনের ফল পরিবর্তন, সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট, রাজনৈতিক প্রভাবশালী লোকদের দিয়ে তারকাদের হুমকি, কি করেননি এই শিল্পী সমিতির নির্বাচন নিয়ে এই নিপুন।
এই চিত্র ছিল ২০২৪-২৬ নির্বাচনেও। প্রথমে নির্বাচনের ফলাফল মানলেও কিছু দিন পর অনিয়মের অভিযোগ তুলে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ফলাফল বাতিল এবং নতুন করে নির্বাচন অনুষ্ঠানের নির্দেশনা চেয়ে রিট করেছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। এই যেন বিএফডিসির সোনার চেয়ার। যার ওপর ভর করে সরাসরি রাজনীতিতে প্রবেশ করতে চেয়েছিলেন এই নায়িকা।
রাজনীতি করুক আর নাই করুক, চিত্র নায়িকা তকমা লাগিয়ে খুব অল্প সময়ে সম্পদের পহাড় করেছেন নিপুন আক্তার। ২০১৬ সালে রাজধানীর বনানীতে ‘টিউলিপ নেইলস অ্যান্ড স্পা’ নামের এ পার্লার খুলে বসেন তিনি। উদ্বোধন করেন রাজনৈতিক ব্যক্তিত্ব শেখ সেলিম। অনেকেই বলেন, এই পার্লারটি শেখ সেলিম উপহার হিসেবে দিয়েছেন নিপুনকে।
শুধু পার্লার নয়, নিত্য নতুন গাড়ি, বিদেশ ভ্রমন, মেয়েকে বিদেশে পড়াশো সবকিছুই নাকি আসতো রাজনৈতি ব্যক্তিদের হাত দিয়ে। বছরের বেশির ভাগ সময় কাটাতেন বিদেশের মাটিতে। দেশে থাকলেও সিনেমার কোনো কাজে খুব একটা দেখা যেত না তাকে। যে সময়টা বিএফডিসিতে থাকতেন, সারাটা সময় চলত রাজনৈতি ব্যাক্তিদের পদচারণা।
চলমান কোটা সংস্কার আন্দোলনেও খুজে পাওয়া যায়নি এই নায়িকাকে। তবে, গত ১৭ জুলাই ভোরে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির অফিসিয়াল প্যাড ব্যবহার করে নিপুণ তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। তাতে শুরু হয় নানা বিকর্ত।
অনেকে বলেন, ‘বর্তমানে তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কোনও পদবিতে নেই। তাহলে তিনি কীভাবে সমিতির অফিসিয়াল প্যাড ব্যবহারের এখতিয়ার রাখেন—অনেকেই তা নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে, বর্তমানে কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না এই নায়িকাকে। ধারনা করা হচ্ছে, বিদেশে নিজের মেয়ের কাছে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন নিপুন।
কে