সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে বর্তমান সভাপতি ইলিয়াস কাঞ্চন প্রার্থী না হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে বেশ চিন্তায় পড়েছেন সাধারণ সম্পাদক নিপুণ আক্তার। গেল নির্বাচনে তারা একই প্যানেল থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন।
এবারও সাধারণ সম্পাদক পদে লড়বেন নিপুণ। তাই সভাপতি পদের জন্য খুঁজছেন প্রার্থী। সম্প্রতি তিনি সদ্য নির্বাচিত সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদকে সভাপতি পদে নির্বাচনের ইঙ্গিত দিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছিলেন। কিন্তু তার ভাবনা ‘ফুঁ দিয়ে উড়িয়ে’ দেন নায়ক-নেতা ফেরদৌস। তিনি শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেবেন না। এতে করে চরম বিপাকে এ অভিনেত্রী।
এদিকে, জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল অনেক আগেই ঘোষণা দিয়ে রেখেছেন যে, আসন্ন নির্বাচনে তিনি সভাপতি পদে নির্বাচন করবেন। এরই মধ্যে তার প্যানেল চূড়ান্ত। শিগগিরই আসবে আনুষ্ঠানিক ঘোষণা।
আগামী ১৯ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন। এদিন এফডিসিতে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
আর