সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ছোট্ট এই জীবনে কখন যে কী ঘটে যায়, তা বোঝা মুশকিল! তারকাদের ক্ষেত্রে তা আরো একধাপ এগিয়ে। তাদের একাধিক সিদ্ধান্ত কখনও কখনও চমকে দিতে পারে। যেমন জনপ্রিয় মার্কিন র্যাপার কার্ডি বি চমকে দিয়েছেন অনুরাগীদের।
৩১ বছর বয়সী মার্কিন জনপ্রিয় তারকা কার্ডি জানিয়েছেন, মা হতে চলেছেন তিনি। সুখবরে আপ্লুত তার অনুরাগীরা। কিন্তু একই দিনে শোনা গেছে, তিনি তার র্যাপার স্বামী অফসেটের থেকে বিবাহবিচ্ছেদ চেয়ে মামলা করেছেন।
কার্ডি তার ইনস্টাগ্রামে নিজের বেবি বাম্পের ছবি প্রকাশ করে সুখবরটি জানিয়েছেন। সেই ছবিতে দেখা যাচ্ছে, বারান্দায় লাল পোশাকে দাঁড়িয়ে আছেন তিনি।
ছবির সঙ্গে ক্যাপশনে এই মার্কিন তারকা লিখেছেন, ‘প্রতিটা সমাপ্তির সঙ্গেই একটা নতুন সূত্রপাত ঘটে। এ লেখা থেকেই শিল্পীর বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত যে চূড়ান্ত, তা আন্দাজ করা যাচ্ছে। আসন্ন সন্তানের প্রতি কার্ডি লিখেছেন, “এ মৌসুমটা তোমার সঙ্গে কাটাতে পেরে বুঝতে পেরেছি, তুমি আমার জীবন ভালোবাসায় ভরিয়ে তুলেছ এবং আমাকে নতুন করে শক্তি জুগিয়েছ।
এ নিয়ে তৃতীয়বার মা হতে চলেছেন তিনি। মা হওয়ার খবর জানানোর দিনেই বিবাহবিচ্ছেদের সিদ্ধান্তও জানিয়েছেন কার্ডি। জানা যায়, একই সঙ্গে দুই সন্তানের ভরণপোষণের অধিকারও চেয়েছেন এই মার্কিন তারকা। যার কারণে, এই শিল্পীর অনুরাগীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একদিকে, কার্ডি মা হচ্ছেন বলে অনুরাগীরা তাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। অন্যদিকে, বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসতেই, অনুরাগীদের একাংশ সামাজিক মাধ্যমে তার বিচ্ছেদের কারণ নিয়ে চর্চায় মেতেছেন।
২০১৭ সালে অফসেটের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান কার্ডি বি। একই বছরে ২৭ অক্টোবর বাগদান সারেন তারা। এক ছেলে ও এক মেয়ে রয়েছে এই দম্পতির। ২০১৮ সালের ৭ এপ্রিল একটি লাইভ কনসার্টে অন্তঃসত্ত্বা হওয়ার ঘোষণা দেন কার্ডি। সেই বছরের জুলাইয়ে জন্ম নেয় এ দম্পতির কন্যা, কালচার কিয়ারি। ২০২০ সালের সেপ্টেম্বরে অফসেটের সঙ্গে বিবাহবিচ্ছেদ চেয়ে আদালতে আবেদন করেন কার্ডি। এর এক মাস পরই জানান, একসঙ্গে থাকছেন তারকা জুটি। পরবর্তীতে ২০২১ সালের ৪ সেপ্টেম্বর পুত্রসন্তানের জন্ম দেন এই তারকা।
২০১৮ সালে কার্ডি বি এর প্রথম স্টুডিও অ্যালবাম মুক্তি পায়৷ তার "আই লাইক ইট" গানটি বিলবোর্ড ১০০-এর মধ্যে প্রথম স্থান অধিকার করায় ২০১৯ সালে প্রথম মহিলা র্যাপার হিসেবে তিনি গ্র্যামিতে পাঁচটি মনোনয়ন অর্জন করেন। শোনা যায়, তার দ্বিতীয় স্টুডিও অ্যালবামটি ২০২৪ সালে প্রকাশিত হবে।
এস