সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে মোশাররফ করিম ও পার্নো মিত্র অভিনীত চলচ্চিত্র ‘বিলডাকিনি’। দুই একদিনের মধ্যে তারিখ চূড়ান্ত হলে ফেব্রুয়ারিতে চলচ্চিত্রটি মুক্তি পেতে পারে। বুধবার (১৭ জানুয়ারি) নির্মাতা ফজলুল তুহিন গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
অভিনেতা মোশাররফ করিম অভিনীত চলচ্চিত্র ‘হুব্বা’ আগামী শুক্রবার (১৯ জানুয়ারি) দুই বাংলায় মুক্তি পাওয়ার কথা রয়েছে। এরই মধ্যে দেশের প্রেক্ষাগৃহে তার নতুন চলচ্চিত্র ‘বিলডাকিনি’ মুক্তির তোড়জোড় শুরু হয়েছে। এতে তার সঙ্গে অভিনয় করেছেন ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী পার্নো মিত্র। ঢাকাই চলচ্চিত্রে তার আগমন মোস্তফা সরওয়ার ফারুকীর ‘ডুব’ দিয়ে। সে হিসেবে ‘বিলডাকিনি’ তার দ্বিতীয় চলচ্চিত্র।
কথাসাহিত্যিক নূরদ্দিন জাহাঙ্গীরের উপন্যাস ‘বিলডাকিনি’ অবলম্বনে তৈরি করা হয়েছে চিত্রনাট্য। ২০১৯-২০ অর্থবছরে অনুদান পাওয়া এ চলচ্চিত্রটি একজন নারীকে ধর্ষণ এবং তার সন্তানসম্ভবা হয়ে পড়ার গল্প। সরকারি অনুদানের পাশাপাশি সহযোগী প্রযোজনায় রয়েছে ডাটা সলিউশন।
‘বিলডাকিনি’তে মোশাররফ করিম ও পার্নো মিত্র ছাড়াও গাজী রাকায়েত, লুত্ফর রহমান জর্জ, সাবেরী আলম, মনোজ প্রামাণিক প্রমুখ অভিনয় করেছেন।
ডিপি/