সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
গাজা উপত্যকায় ইসরাইলি বর্বরতা থামছেই না। প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন বহু মানুষ। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় চার হাজার ১৩৭ জন নিহত হয়েছেন। এদের মধ্যে রয়েছে শিশু ও নারী। এই সংঘাত কোথায় গিয়ে শেষ হবে তা নিয়ে শঙ্কা রয়েছে। এ যুদ্ধের পক্ষে-বিপক্ষে দুই ভাগে বিভক্ত বিশ্ব। কেউ কেউ প্রকাশ্যে সমর্থন করছেন ইসরাইলকে। কেউ কেউ সমর্থন জানাচ্ছেন ফিলিস্তিনিদের।
অত্যাচার, নিষ্ঠুরতা, ভয়াবহতার সেই ছবি দেখে এবার মুখ খুললেন বলিউড তারকা স্বরা ভাস্কর। ইনস্টাগ্রামে শিশুকন্যার সঙ্গে সম্প্রতি একটি ছবি পোস্ট করেছেন তিনি। সেখানেই অভিনেত্রী লিখে জানিয়েছেন, আজ যদি তার কন্যা ভারতে না জন্মে গাজায় জন্মাত, তাহলে তিনি তাকে কীভাবে বাঁচাতেন?
স্বরা লিখেছেন, ‘যে কোনো মা, বিশেষ করে যারা সদ্যই মা হয়েছেন তারা জানেন নিজেদের ছোট্ট সন্তানের দিকে তাকিয়ে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দিতে পারেন আনন্দের, পরিপূর্ণতার অনুভূতি নিয়ে। আমিও তাই, কিন্তু একই সঙ্গে জানি, আজ আমার মতো আরও অনেক মা শিউরে উঠছেন, এই ভয়াবহ ভাবনা থেকে নিজেদের সরিয়ে রাখতে পারছেন না।’
তিনি আরও লিখেছেন, ‘আমি আমার মেয়ের শান্ত ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে ভাবি, আজ যদি সে গাজায় জন্মাত, তাহলে আমি তাকে কীভাবে বড় করতাম। আমি চাই না ওকে কখনও এমন কিছুতে পড়তে হোক। ও অনেক ভাগ্যবান যে ভারতে জন্মেছে, গাজায় যে শিশুরা জন্মেছে, সেটা যেন তাদের কাছে অভিশাপ, ওদের রোজ মারা যেতে হচ্ছে একটা পরাধীনতার আকাশের নিচে।’
পরিশেষে স্বরা লিখেছেন, ‘আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, উনি যেন সমস্ত যন্ত্রণা থেকে গাজার শিশুদের রক্ষা করেন। কারণ এই পৃথিবী ওদের বাঁচাবে না।’
প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে স্বরা বিয়ে করেন সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদকে। এরপর গত ২৩ সেপ্টেম্বর স্বরা ও ফাহাদের সংসারে তাঁদের নতুন সদস্য, তাঁদের মেয়ে রাবিয়া জন্ম নেয়।
আরএসও