সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সন্তান জন্মের দু-দিন পর সামাজিক মাধ্যমে খবরটি প্রকাশ করেন স্বরা ভাস্কর। সদ্যোজাতর নামও জানিয়ে দিয়েছেন তিনি। রাবেয়া নামেই মেয়েকে ডাকছেন স্বরা আর ফাহাদ আহমেদ।
মুসলিম নারী সাধক হযরত রাবেয়া বসরির (রহ.) নামের সঙ্গে মিল রেখেই মেয়ের নাম রেখেছেন স্বরা-ফাহাদ দম্পতি।
ইরাকের বসরা নগরীতে এক দরিদ্রপল্লীতে জন্ম হয়েছিল এই ধর্মভীরু হযরত রাবেয়া বসরির (রহ.)। পরম ধার্মিক ও আল্লাহভক্ত ছিলেন তিনি। জীবনে অনেক কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন এই সুফি সন্ত। কিন্তু আল্লাহর পথ ছাড়েননি। নিজের সর্বস্ব দিয়ে গরীব, অসহায় মানুষদের সাহায্য করতেন। চলতি বছরের জানুয়ারি মাসের ৬ তারিখ স্পেশাল অ্যাক্টে দীর্ঘদিনের বন্ধু ও প্রেমিক রাজনৈতিক কর্মী ফাহাদ আহমেদের সঙ্গে বিয়ে নথিভূক্ত করেন স্বরা। তারপর ১৬ ফেব্রুয়ারি পরিবারকে স্বাক্ষী রেখে সই সাবুদের বিয়ে সারেন অভিনেত্রী। গত ২৩ সেপ্টেম্বর স্বরার কোলজুড়ে এসেছে ফুটফুটে এই কন্যা সন্তান।
প্রথমে মেয়ের জন্মের খবর কাকপক্ষীকেও যেন টের পেতে দেননি অভিনেত্রী। দুদিন কাটার পর অবশ্য নিজেই লম্বা পোস্টে কন্যা আসার খবর দিলেন। সঙ্গে জানিয়ে দেন ফাহাদ ও তার পছন্দেই মেয়ের নাম রাবেয়া রাখা হয়েছে।
আরএসও