সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
দখলদার ইসরায়েলের জন্য মন কাঁদছে কট্টরপন্থী হিন্দু অভিনেত্রী কঙ্গনা রণৌত। সামাজিক মাধ্যমে দেশটিকে সমর্থন জানিয়েছেন তিনি।
কঙ্গনা লিখেছেন, ‘সোশ্যাল মিডিয়ায় চোখ রাখতে পারছি না। ইসরায়েলের নারীরা যেভাবে জঙ্গিদের হাতে আক্রান্ত হচ্ছেন, সেসব দেখে আমি ধাক্কা খেয়েছি। আমি ক্ষতবিক্ষত ও আতঙ্কিত। নারীদের মৃতদেহও ধর্ষণের হাত থেকে ছাড় পাচ্ছে না। আরেকটা ভিডিওতে দেখলাম, এক নারী সেনার মৃতদেহকে নগ্ন করে রাস্তায় হাঁটানো হচ্ছে। আমি ভেঙে পড়েছি সেটা দেখে। ইসরায়েলের এমন পরিস্থিতিতে আমি সমব্যথী। নারী হোক কিংবা বাচ্চা, প্রত্যেকের মর্যাদাপূর্ণ মৃত্যু প্রাপ্য।’
তবে আরেক বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর বলছেন ভিন্ন কথা। তার অবস্থান কঙ্গনার বিপরীত। অথ্যাৎ ফিলিস্তিনের পক্ষে সামাজিক মাধ্যমে মুখ খুলেছেন তিনি।
স্বরা লিখেছেন, ‘আপনি যদি ফিলিস্তিনের ওপর ইসরায়েলের সীমাহীন নৃশংসতা, জোর করে তাদের বাড়িঘর দখল করা, জোরপূর্বক উচ্ছেদ করে দেওয়া, ইসরায়েলিদের ধর্মান্ধতা ও সহিংসতা, ফিলিস্তিনের শিশু-কিশোরদের হত্যা করা, গত কয়েক দশক ধরে গাজায় অবরোধ ও ইসরায়েলের বোমাবর্ষণ কিংবা বোমা ফেলে গাজার বেসামরিক মানুষ, স্কুল ও হাসপাতাল উড়িয়ে দেওয়ার ঘটনা আপনাকে না নাড়া দেয়, তাহলে ইসরায়েলের ওপর এই হামাসের আক্রমণে আপনার মর্মাহত হওয়ার বিষয়টা আমার ভণ্ডামি বলেই মনে হচ্ছে।’
হামাস শনিবার সকালে ইসরায়েলে ব্যাপক রকেট হামলা চালায়। হামাসের সশস্ত্র যোদ্ধারা ইসরায়েল-নিয়ন্ত্রিত ভূখণ্ডে ঢুকে পড়লে ইসরায়েলি সেনাদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। এর জবাবে ফিলিস্তিনের গাজায় পাল্টা হামলা চালানো শুরু করে ইসরায়েল। এ সংঘাতে দুই পক্ষের ১ হাজার ১০০–এর বেশি মানুষ নিহত হয়েছেন।
আরএসও