সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ফের কাছাকাছি আসছেন দুই প্রাক্তন অক্ষয় কুমার ও রাবিনা ট্যান্ডন। চমকে উঠলেন নাকি? খবরটা অনেককে অবাক করলেও সত্যি।
রাবিনাকে জঙ্গলেই স্বাগত জানাতে চলেছেন অক্ষয়। অবাক হবে না! আসলে বাস্তবে নয়, সবই ঘটবে সিনেমার পর্দায়।
দীর্ঘ দুই দশক পর ফের একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন অক্ষয় কুমার ও রাবিনা ট্যান্ডন। আর এ কথা বার্তা সংস্থা এএনআইকে নিজেই জানিয়েছেন অক্ষয়। তিনি বলেন, “আমরা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ নামে একটা ছবি করছি। শিগগিরই শুটিং শুরু করব। আমাদের ছবির গানও দুর্দান্ত এবং এমনকি টিপ টিপ বারসা পানিও। আমাদের এই জুটি বহু হিট ছবি দিয়েছে একসময়। একসঙ্গে দীর্ঘ দিন পর আবারও শুটিং শুরু করার অপেক্ষায় আছি এবং আমরা একই পর্দায় একসঙ্গে থাকব।”
একসময় অক্ষয়-রাবিনা জুটি ছিল বড়পর্দায় সুপারহিট। ‘ম্যায় খিলাড়ি তু আনারি’ , 'মোহরা'র মতো হিট ছবিতে অভিনয় করেছেন তারা। ‘তু চিজ বড়ি হ্যায় মস্ত মস্ত’ ও ‘টিপ টিপ বারসা পানি’ গানটি ছিল একসময় চর্চার বিষয়বস্তু।
তবে শুধু সিনেমার পর্দায় নয়, ব্যক্তিগত জীবনেও অক্ষয়-রাবিনার প্রেম ছিল চর্চায়। ১৯৯৫ সাল থেকে একে অপরকে ডেট করছিলেন তারা। তাদের বাগদানও হয়ে গিয়েছিল। গোপন বিয়ের খবরও চাউর হয়েছিল। শেষপর্যন্ত সেই প্রেম টেকেনি। যদিও ঠিক কী কারণে তাঁদের সম্পর্ক ভেঙে যায়— সেবিষয়ে অক্ষয় বা রাবিনা দুজনের কেউই কখনও মুখ খোলেননি।
আরএসও