সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বলিউডের নব্বইয়ের দশকের জনপ্রিয় নায়িকা রাবিনা ট্যান্ডন। তিনি ‘টিপ টিপ বরসা পানি’ গানে হলুদ শাড়িতে ঝড় তুলেছিলেন বহু তরুণের হৃদয়ে। কমেডি-অ্যাকশন-ড্রামা সব ধরনের ছবিতেই ছিলেন সাবলীল। কিন্তু শুনলে অবাক হবেন, এই লাস্যময়ী কখনও পর্দায় চুম্বন দৃশ্যে অভিনয় করেননি।
বলিউডের সিনেমা মানেই তো চুম্বন দৃশ্যের ছড়াছড়ি। স্বাভাবিক একটা বিষয়ে পরিণত হয়েছে এটি। তবে রাবিনা সবসময় নিজেকে এটা থেকে দূরে রেখেছেন।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে রাবিনাকে এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে জানান, সেই সময়ে সিনেমায় চুক্তি ততটা জটিল ছিল না। তা ছাড়া পর্দায় চুম্বনদৃশ্যে তিনি স্বচ্ছন্দবোধ করতেন না।
রাবিনার কথায়, ‘মনে আছে একবার একটি ঘনিষ্ঠ দৃশ্যে এক অভিনেতার সঙ্গে অসতর্কতায় আমার ঠোঁট স্পর্শ করে। কিন্তু তখন কিছু করার ছিল না। শটের পর আমার ঘরে ফিরে আমি বমি করে ফেলি। কারণ ওই ঘটনা মনে করেই আমার অস্বস্তি হচ্ছিল।’
এদিকে শিগগিরই বলিউডে অভিষেক হচ্ছে রাবিনার মেয়ে রাশার। মেয়ে যদি পর্দায় চুম্বন দৃশ্যে অভিনয় করেন, তাহলে তার আপত্তি নেই বলে জানালেন তিনি।
রাবিনা বলেন, ‘ও যদি স্বচ্ছন্দবোধ করে তা হলে তো কোনো সমস্যা নেই। তবে ও যদি না চায়, তাহলে কেউ ওকে জোর করে সেটা করাতে পারবে না।’
১৯৭৪ সালে মুম্বাইয়ে জন্ম রাবিনার। মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন তিনি। ১৯৯১ সালে ‘পাত্থর কে ফুল’ সিনেমা দিয়ে বলিউডে ডেবিউ করেছিলেন। আর প্রথম ছবিতেই তার অভিনয় এতটাই জনপ্রিয় হয়েছিল যে তিনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান।
এ ছাড়াও নব্বইয়ের দশকে বেশ কিছু বাণিজ্যিক ছবিতে অভিনয় করেছেন রাবিনা ট্যান্ডন। তার মধ্যে অন্যতম হলো দিলওয়ালে, মোহরা, খিলাড়িয়ো কা খিলাড়ি, জিদ্দি। বলিউড ছাড়াও তামিল, তেলেগু, বাংলা, কন্নড় ছবিতেও অভিনয় করেছেন রাবিনা ট্যান্ডন।
বাণিজ্যিক ছবির পাশাপাশি অন্য ধরনের ছবিতেও কাজ করেছেন তিনি। ২০০১ সালে তিনি কল্পনা লাজমি পরিচালিত ‘দমন’ ছবিতে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। সমালোচক ও দর্শক এই চলচ্চিত্রে তার কাজে বিস্মিত হন এবং প্রশংসা করেন।
এরপর থেকেই বাণিজ্যিক ছবির পাশাপাশি অন্য ধরনের ছবিতে কাজ করে গিয়েছেন তিনি। কাজ করছেন ওয়েব সিরিজেও।
আরএসও