সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
‘মধ্যবিত্ত’ শিরোনামের একটি সিনেমা নির্মাণ করেছেন তানভীর হাসান। পরিচালনার পাশাপাশি এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন তিনি। সিনে মিডিয়ার ব্যানারে নির্মিত হয়েছে এটি।
আমাদের বাস্তব জীবনের প্রতিদিনের চালচ্চিত্রকে উপজীব্য করে ‘মধ্যবিত্ত’ সিনেমার গল্প গড়ে উঠেছে। গল্পে আবহমান বাংলার চিরায়ত চরিত্রগুলো ফুটিয়ে তুলছেন অভিনয় শিল্পীরা। গ্রাম থেকে শহর, ফুটপাত থেকে অট্টালিকা কোনো জায়গার চরিত্র বাদ যায়নি ‘মধ্যবিত্ত’ সিনেমায়।
বুধবার (৪ অক্টোবর) প্রকাশ হয়েছে সিনেমাটির ফার্স্টলুক। এতে নজর কেড়েছেন ওমর মালিক। এ ছাড়া প্রয়াত মাসুম আজিজ, এলিনা শাম্মী ও শিশির সরদারকেও দেখা গেছে। শহর আর গ্রামের এক ছায়াও ফুটে উঠেছে ফার্স্টলুকে।
সিনেমাটি নিয়ে আশাবাদী ওমর মালিক। জানতে চাইলে তিনি বলেন, ‘এ সিনেমার গল্প সবার হৃদয় ছুঁয়ে যাবে। প্রতিটি চরিত্র দর্শক হৃদয়ে ধারণ করবে বলে আমার বিশ্বাস। নাম শুনে গল্পের কিছুটা আভাস পাওয়া যাচ্ছে হয়ত কিন্তু তার চেয়েও বেশি কিছু করার চেষ্টা করেছি আমরা।’
নির্মাতা তানভীর হাসান বলেন, ‘এটি আমার প্রথম নির্মাণ। অনেক স্বপ্ন নিয়ে সিনেমাটি বাংলাদেশের দর্শকদের জন্য নির্মাণ করেছি। সিনেমাটি শ্রেণি বিভেদের গল্প তুলে ধরার চেষ্টা করেছি। মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত মানুষের জীবন রেখা, সংগ্রাম তুলে ধরেছি। আমার বিশ্বাস সিনেমাটি দেখলে দর্শক নিরাশ হবেন না।’
নির্মাতা আরও জানান, অক্টোবরে মুক্তির পরিকল্পনা নিয়ে কাজ করছে টিম। ফার্স্টলুকের পর প্রকাশ হবে ট্রেলার। তারপর মুক্তির তারিখ ঘোষণা করা হবে।
সিনেমায় বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন মাইশা প্রাপ্তি, শমু চৌধুরী, বড়দা মিঠু, শবনম পারভীন, আমির সিরাজী, রেবেকা রউফ, হান্নান শেলী, সোহেল রানা, এইচ কে স্বাধীন, রিয়াজুলরিজু সহ আরও অনেকে।
আরএসও