সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
পায়েল ঘোষের কথা মনে আছে? ওই যে বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ এনে আলোচনায় এসেছিলেন। ঘটনাটা যদিও ২০২০ সালের। তাই হয়ত মনে নেই।
পায়েলের জন্ম কলকাতায়। সেই অর্থে বাঙালি মেয়ে। কাজ করেছেন হিন্দিসহ তামিল-তেলুগু সিনেমায়। দক্ষিণি সিনেমার মাধ্যমে ক্যারিয়ার শুরু করা এই অভিনেত্রী বলিউডকে এক হাত নিলেন। সামাজিক মাধ্যমে লিখে জানালেন, হিন্দি ছবিতে কাজ পেতে নাকি পোশা খুলতে হয়।
পায়েল ঘোষ লিখেছেন, ‘ভাগ্যিস আমি দক্ষিণি ফিল্ম ইন্ডাস্ট্রির হাত ধরে ক্যারিয়ার শুরু করেছিলাম। যদি শুরুটা বলিউডে হত, তাহলে সকলে পোশাক খুলে আমাকে পরিবেশন করত, কারণ এখানে পরিচালকরা মেয়েদের শরীরকে বেশি ব্যবহার করেন।’
পায়েলের এই মন্তব্যে রীতিমতো শোরগোল। অনেকেই সহমত পোষণ করেছেন বঙ্গতনয়ার সঙ্গে। বলিউড শুরু থেকেই মেয়েদের পণ্য হিসাবে ছবিতে তুলে ধরে মত, নেটিজেনদের একটা বড় অংশের। তবে অনেক বিরোধিতা করে লেখেন, কেউ কাউকে শরীর দেখাতে বাধ্য করে না, এটা ব্যক্তিগত সিদ্ধান্ত।
কিছুদিন আগেই পায়েল আরও একটি বেফাঁস মন্তব্য করেছিলেন। তার মতে, ছবিতে কাজ পেতে প্রযোজকদের শয্যাসঙ্গী হতে হয় বলিউডে।
‘প্যাটেল কি পঞ্জাবি শাদি’, ‘প্রায়ানাম’, ‘ওসারাভেল্লি’র মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন পায়েল। পরিচালক অশোক ত্যাগীর আসন্ন ছবি ‘ফায়ার অব লাভ: রেড’-এ প্রধান চরিত্রে দেখা যাবে তাকে। ১৫ নভেম্বর মুক্তি পাবে এই ছবি।
আরএসও