সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নুসরাত জাহান নামটার সঙ্গে শুরু থেকেই জুড়ে রয়েছে বিতর্ক। ইন্ডাস্ট্রিতে আসার পর থেকেই জড়িয়েছেন একাধিক বিতর্কে। অভিনেত্রী হিসেবে যেমন নিজেকে প্রতিষ্ঠিত করতে সময় লাগেনি তার, ঠিক তেমনই বিতর্ক সঙ্গী করে পথ চলতে শেখাও তার কাছে খুব একটা কঠিন হয়ে দাঁড়ায়নি।
পার্ক স্ট্রিট ধর্ষণ-কাণ্ডে প্রাক্তন প্রেমিকের নাম জড়িয়ে যাওয়া থেকে শুরু করে আবাসন কেলেঙ্কারি, একাধিক বিতর্কে নুসরাতের নাম জড়িয়েছে। মাঝে এর সাথে যুক্ত হয়েছে তার বৈবাহিক সম্পর্ক নিয়ে অবস্থান। তিনি বিবাহসূত্রে আবদ্ধ হয়েছিলেন বিখ্যাত ব্যবসায়ী নিখিল জৈনর সাথে।
কিন্তু বিয়ের কিছুদিন যেতে না যেতে বেরিয়ে আসেন নিখিলের বাড়ি থেকে। এরপর নুসরাত অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। স্বামীর বাড়ি থেকে বেরিয়ে আসার কিছুদিনের মধ্যেই সহবাস শুরু করেন টলিউডের অভিনেতা যশ দাশগুপ্তর সাথে। এরপর তিনি জন্ম দেন তার সন্তানের। কিন্তু সন্তানের বাবা নিয়ে ওঠে প্রশ্ন! প্রথমদিকে কিছু না জানালেও পড়ে নুসরাত আইনত বলেন যে, তার সন্তানের বাবা যশ।
২০২০ সাল থেকে যশ-নুসরাত একসাথে বসবাস করছেন। সহাবস্থানের পর থেকে এই দম্পতি সোশ্যাল মিডিয়ায় তাদের বিভিন্ন মুহূর্তের ছবি ভাগ করে নেন অনুরাগীদের সাথে। এমনকি যশ তাদের সন্তানের ছবি সম্পূর্ণ না দিলেও, সাইড ফেস ছবি পোস্ট করেছেন কখনও কখনও।
এমনকি তাদের পোষ্যদের ছবি দিতেও দেখা যায় এই সেলিব্রিটি দম্পতিকে। এরই মাঝে এক ভক্ত নুসরাতকে প্রশ্ন করেন যে, তিনি কেন তার শ্বশুর-শ্বাশুড়ি অর্থাৎ যশের বাবা-মার ছবি সমাজ মাধ্যমে পোস্ট করেন না? এই প্রশ্নের জবাবে নুসরাত লেখেন, অন্য সকল বাবা-মায়ের মতো তারাও ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়।
এখন প্রশ্ন হচ্ছে, এত বিতর্কের মাঝেও কীভাবে পজিটিভ থাকেন তিনি? এই প্রশ্নের জবাবে নুসরাত বলেন, ‘সব সময় ইতিবাচক চিন্তা করি আমি। জীবন অনেক সময় বাউন্সার দেবে। আমাদের মেনে নিতে হবে সেটা। খারাপ করে মানলে সেটা খারাপই হবে। মন ভালো রাখো। দেখবে সব সমস্যা তুড়ি মেরে উড়ে গেছে।’
এদিকে সম্প্রতি ফ্ল্যাট প্রতারণায় জড়িয়ে পড়েছে নুসরাতের নাম। গোয়েন্দা সংস্থার জেরার মুখেও পড়েছেন তিনি। যদিও নিজেকে নির্দোষ দাবি করে আসছেন এ অভিনেত্রী।
আরএসও