সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সচরাচর জিতকে নিয়ে সমাজ মাধ্যমে সমালোচনা কম হয়। বিতর্কিত বিষয়গুলো থেকে নিজেকে দূরে রাখেন বলেই অনুরাগীদের কাছে প্রিয় তিনি। তবে এবার সেই ইমেজ ধরে রাখতে পারলেন না কলকাতার এই জনপ্রিয় অভিনেতা।
দ্বিতীয় সন্তানের বাবা হচ্ছেন জিৎ। স্ত্রীর বেবি বাম্পের সঙ্গে ফটোশুট করে অনুরাগীদের জানিয়েছেন তিনি। তার মতো একজন নায়ক এভাবে সন্তান আগমণের খবর জানাবেন— এটা মেনে নিতে পারছেন না অনুরাগীরা। করছেন নোংরা মন্তব্য।
নাসির উদ্দিন অনি নামের একজন লিখেছেন, অসুস্থ সমাজের অবস্থা। মাতৃত্ব একটি সুন্দর অনুভূতি। শালীনতা বজায় রাখা উচিত।
আশুতোষ ভট্টাচার্য লিখেছেন, তোমার বাজার পড়ে গেছে, তা বোঝা যাচ্ছে। এতটা ঠিক না জিৎ। তোমাদের বেবি হবে এটাই সবার কাছে আনন্দের। যাক, ভালো থেকো।
আদুরি নামে একজন কটাক্ষ করে লিখেছেন, এটা কিছু না। লাইভে আপনাদের ডেলিভারি দেখাবে।
জ্যোতি দাস লিখেছেন, ভাগ্যিস আমাদের সময় এ রকম করে ফটো তোলার এত প্রচলন ছিল না।। মাতৃত্ব যখন মেয়েদের শরীরে দেখা দেয়, তখন এতটা দেখানোর প্রয়োজন পড়ে না। অনেক অভিনন্দন রইল।
রাজদীপ সাহা লিখেছেন, অসুস্থ সমাজের অবস্থা। মাতৃত্ব একটি সুন্দর অনুভূতি। শালীনতা বজায় রাখা উচিত। এইসব কি দাদা? অনেক পছন্দের মানুষ ছিলেন আপনি, এগুলো তো সবাই গোপন রাখে।
এমন অসংখ্য মন্তব্য কমেন্ট বক্সে ভেসে বেড়াচ্ছে। তবে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি জিৎ।
নীল ও সাদা রঙের পোশাক পরে ‘ম্যাটারনিটি শুট’ করেছেন জিতের স্ত্রী মোহনা। এসব ছবিতে দেখা যাচ্ছে তার স্ফীতোদর। ছবি দেখে বোঝা যাচ্ছে, দ্বিতীয় সন্তান আগমনের খুব বেশি দেরি নেই।
২০১১ সালের ফেব্রুয়ারিতে স্কুল শিক্ষিকা মোহনাকে বিয়ে করেন জিৎ। ২০১২ সালের ১২ ডিসেম্বর জিৎ-মোহনার ঘর আলো করে জন্ম নেয় কন্যা।
আরএসও