দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সুপারস্টার জিৎকে নিয়ে টলিউডে ‘মানুষ’ নামের একটি সিনেমা নির্মাণ করেন বাংলাদেশি পরিচালক সঞ্জয় সমদ্দার। গেল ২৪ মে ভারতে বাংলা ভাষায় ১১৮টি ও হিন্দিতে ১৩০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি।
তবে বক্স অফিসে তেমন সুবিধা করতে পারেনি ‘মানুষ’। ব্যবসা করেছে গড়পড়তা। অবশ্য কম বাজেটে নির্মিত হওয়ায় বড় ক্ষতির মুখে পড়তে হয়নি সিনেমাটিকে।
ভারতের সঙ্গে একই দিনে বাংলাদেশে মুক্তি পাওয়ার কথা ছিল সিনেমাটি। কিন্তু আমদানি জটিলতায় পিছিয়ে যায়। অবশেষে সব ঝামেলা মিটিয়ে দেশের ৪৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পেল এটি।
এ প্রসঙ্গে সঞ্জয় সমদ্দার বলেন, আমার প্রথম ছবি, চেয়েছিলাম দুই দেশের দর্শক ছবিটি একসঙ্গে উপভোগ করুক। তিন সপ্তাহ পরে হলেও আমার দেশের মানুষ প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখার সুযোগ পাচ্ছে। অবশেষে আমার ইচ্ছা পূরণ হচ্ছে। আশা করছি, আমাদের দর্শকরা সিনেমাটি গ্রহণ করবে। তাদের ভালো লাগার মতো সব ধরণের এলিমেন্টই রয়েছে এতে।
ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম। ছবিটি নিয়ে তার ভেতর খুব বেশি উচ্ছ্বাস দেখা না গেলেও নিজ দেশে মুক্তি পাওয়ায় খানিকটা আনন্দিত তিনি।
ফেসবুকে মিম লিখেছেন, ‘মানুষ’র গল্পে আমি আছি স্পেশাল হয়ে স্পেশাল চরিত্রে। আমার দেশের পরিচালক সঞ্জয় সমদ্দারের একটি পরিপূর্ন ফ্যামিলি এন্টারটেইনার, ফুল অন অ্যাকশন আর ইমোশনের এই গল্পে দেখে বলবেন কেমন লাগল!
এ ছাড়া দেশের একটি গণমাধ্যমকে তিনি বলেন, বড় ব্যাপার হলো, এই ছবির পরিচালক সঞ্জয়দা আমাদের দেশের মানুষ। তার পরিচালিত প্রথম ছবি টলিউডের, মুক্তি পেলো ভারতে। এমনটা তো এর আগে হয়নি। সুতরাং এটাও একটা গর্বের বিষয়।
মিম এখন পান্না কায়সারের জীবনী নিয়ে তৈরি ‘দিগন্তে ফুল’র আগুন ছবির শেষ পর্যায়ের কাজ নিয়ে ব্যস্ত। চলছে বেশ কিছু পণ্যের প্রচারণার কাজ।
‘মানুষ’ সিনেমায় মিম ও জিৎ ছাড়াও অভিনয় করেছেন জিতু কমল, সুস্মিতা চ্যাটার্জি, সৌরভ চক্রবর্তী প্রমুখ।
আর