সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
হতাশা কাটিয়ে উঠেছেন শাহরুখ খান। প্রায় চার বছর আগে ‘জিরো’ ছবি ফ্লপের পর কার্যত ভেঙে পড়েছিলেন তিনি। এরপর বিরতি নেন বলিউড বাদশাহ। সিনেমা নির্বাচনে হয়েছিলেন সচেতন। তিনি চেয়েছিলেন, ফ্লপের পর ধামাকা নিয়ে হাজির হতে।
শাহরুখের পরিকল্পনা সফল হয়েছে। চলতি বছর দুটি ছবি ছাড়িয়েছে হাজার কোটির গণ্ডি। জানুয়ারি মাসে ‘পাঠান’র মাধ্যমে হুঙ্কার ছাড়ার আট মাস বাদে ‘জওয়ান’ দিয়ে সিনেবাজারে অশ্বমেধের ঘোড়া ছুটিয়েছেন বাদশাহ।
চলতি বছর বড়দিনেই আসছে ‘ডাঙ্কি’। এখন থেকেই আশায় বুক বেঁধেছেন অুনরাগীরা। আর সেই আবহের মাঝেই বাদশার কণ্ঠে সংশয়— ‘ডাঙ্কি’ থেকে আমাকে বের করে দেবেন হিরান!’
বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে শুটিংয়ের অবসরে এক্স হ্যান্ডেলে প্রশ্নোত্তর পর্ব করেন শাহরুখ খান। সেখানেই ভক্তদের সঙ্গে খোশ মেজাজে আড্ডা চালান বলিউড কিং। যা দেখে ‘ডাঙ্কি’ পরিচালক মুখ খুলতে বাধ্য হন। সরাসরি বলিউড সুপারস্টারকে জিজ্ঞেস করেন, ‘এবার তো বাথরুম থেকে বের হও। কী করছ এতক্ষণ ধরে? ট্রেলার দেখাব তোমাকে…।’
রাজকুমার হিরানির এমন টুইট নজরে পড়তেই নড়েচড়ে বসেছেন বাদশাহ। চেয়ে নেন ক্ষমাও! অনুরাগীদের বিদায় জানিয়ে শাহরুখ লেখেন, “ও হ্যাঁ! আসছি স্যর… বন্ধুদের সঙ্গে কথা বলছিলাম। দুঃখিত! আমাকে যেতে হবে। নইলে ‘ডাঙ্কি’ থেকে বের করে দেবে আমাকে। তোমাদের সকলকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। শিগগিরিই প্রেক্ষাগৃহে সবার সঙ্গে দেখা হচ্ছে। অনেক ভালোবাসা। অনেক কাজ আছে। তোমাদের সঙ্গে কথা বলার সময় কম পড়ে গেল।”
প্রসঙ্গত, ‘ডাঙ্কি’ নিয়ে খুবই আশাবাদী বাদশাহ নিজেও। প্রভাসের ‘সালার’ সিনেমাটিও সেই একই সময়ে মুক্তি পাচ্ছে। তার জন্য অবশ্য কোনোরকম মাথাব্যথা নেই শাহরুখ খানের।
আরএসও