সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ভারতের বিভিন্ন সিনেমা ইন্ডাস্ট্রিতে সুন্দরী নায়িকাদের ছড়াছড়ি। কিন্তু সবাইকে ছাড়িয়ে দক্ষিণী সিনেমার নায়িকা রাশমিকা মান্দানা আলাদা পরিচয়ে দেদীপ্যমান। কোনো ব্যক্তির নয়, তিনি গোটা ভারতের ‘জাতীয় ক্রাশ’ হিসেবে স্বীকৃতি পেয়েছেন। কিন্তু কেন? চলুন উত্তরটা জেনে নেওয়া যাক।
মূলত সার্চ ইঞ্জিন গুগল রাশমিকাকে ‘জাতীয় ক্রাশ’ স্বীকৃতি দিয়েছে। তারপর থেকেই নেট দুনিয়ায় হইচই পড়ে যায়। আগে ‘কর্ণাটকের ক্রাশ’ হিসেবে পরিচিত ছিলেন তিনি। এখন ভারতবর্ষের ক্রাশ এই লাস্যময়ী অভিনেত্রী।
মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন রাশমিকা। ২০১২ সালে ‘ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফ্রেস অব ইন্ডিয়া’ খেতাব জেতেন তিনি। ২০১৬ সালে কন্নড় ভাষার ‘কিরিক পার্টি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। অভিষেক চলচ্চিত্রের জন্য সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ড লাভ করেন তিনি।
এদিকে ২০২১ সালের ১৭ ডিসেম্বর মুক্তি পায় রাশমিকা অভিনীত ‘পুষ্পা’ সিনেমা। ভারতের তামিল, তেলুগু, মালয়ালাম, কন্নড়ের পাশাপাশি হিন্দিতেও মুক্তিপ্রাপ্ত এই ছবি বলিউড-হলিউডকে টক্কর দিয়েছে অনায়াসে।
রাশমিকা ছবিতে তার অভিনয়ের জন্য ইতিবাচক সাড়া পেয়েছেন এবং তার ‘সামি সামি’ গানটি ইতোমধ্যে নেট দুনিয়া ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। আর এ সাফল্যের পরেই এক লাফে পারিশ্রমিক বাড়িয়ে নিয়েছেন। এই ছবির দ্বিতীয় কিস্তিতেও দেখা যাবে তাকে।
বলিউডেও পা রেখেছিলেন রাশমিকা। প্রথমে ‘গুডবাই’, পরে মুক্তি পায় ‘মিশন মজনু’। তবে দুটি ছবিই ব্যর্থ। তারপরও তার জীবনে আশার আলো দেখাচ্ছে ‘অ্যানিমাল’ ছবিটি। এতে তার নায়ক রণবীর কাপুর। চলতি বছরের পয়লা ডিসেম্বর মুক্তি পাবে এই ছবি।
আরএসও