সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে ‘জাওয়ান’ সিনেমা। ছবির এমন সাফল্যে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত শাহরুখ খান। তবে জানা যাচ্ছে, ছবির নায়িকা খুব একটা খুশি নন। এর একমাত্র কারণ নাকি দীপিকা পাড়ুকোন।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন বলছে, ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন দীপিকা। পরিচালক অ্যাটলি তাকেই বেশি প্রাধান্য দিয়েছেন। নয়নতারাকে সেভাবে উপস্থাপন করা হয়নি। এটা নিয়ে বেজায় মনঃক্ষুণ্ন তিনি।
নয়নতারা ঘনিষ্ট একজন বলেন, ‘অ্যাটলির ওপর নয়নতারা বেজায় মনঃক্ষুণ্ন। কারণ, ফাইনাল এডিটে নয়নতারার বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য ছেঁটে ফেলা হয়েছে। দীপিকা পাড়ুকোনের চরিত্রে বাড়ানো হয়েছে। অন্যদিকে নয়নতারাকে সাইডলাইন করা হয়েছে।’
শুরু থেকেই জানানো হয়েছিল এই ছবিতে ক্যামিও হিসেবে রয়েছেন দীপিকা পাড়ুকোন। তবে এতে তার চরিত্রের গুরুত্ব দেখে অবাক হয়েছেন দর্শক।
ছবিতে বিক্রম রাথোরের স্ত্রী ঐশ্বর্য রাথোরের ভূমিকায় দেখা মিলেছে দীপিকার। একদিকে তিনি শাহরুখের মা, আবার স্ত্রী! পাল্লায় বেশ ভারী এই চরিত্রে।
জানা গেছে, এই কারণেই হয়ত আগামিতে বলিউড প্রজেক্টে নয়নতারাক দেখা নাও যেতে পারে নয়নতারাকে।
দক্ষিণের লিডিং হিরোইন নয়নতারার কাছে এমন আচরণ শোভনীয় মনে হয়নি। এ কারণেই নাকি মুম্বাইতে ‘জওয়ান’র সাকসেস পার্টিতে দেখা যায়নি তাকে।
আরএসও