সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নিজের শর্তে বাঁচেন শ্রীলেখা মিত্র। সেকারণে যখন যা মন চায় তাই করেন। এই যেমন হুট বরে ভারতের উত্তরখন্ডের হৃষীকেশে ঘুরতে চলে গেলেন তিনি।
দুম করেই প্ল্যান। তারপর বাক্স-প্যাঁটরা গুছিয়ে পাহাড়ে ছুট। এমনিতেই পাহাড়প্রেমী শ্রীলেখা। কিন্তু সেই পাহাড়ে পৌঁছানোর সময় যে এমন অভিজ্ঞতা হবে তার, তা স্বপ্নেও ভাবেননি। রীতিমতো প্রাণ নিয়ে টানাটানি। সেই কথাই ভিডিও সহযোগে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন এ অভিনেত্রী।
শ্রীলেখার কথায়, ‘অনেকটাই রাত। আমি একা। উপরে উঠতে গিয়ে কোথাও রাস্তা প্রায় নেই বললেই চলে। হোটেলকর্মীরাও আমাকে আগে থেকে কিছু জানাননি। আচমকা দেখলাম মাঝে এক জায়গায় রাস্তা নেই। গাড়ি আর যাবে না। গাড়ি যাতে গড়িয়ে না যায় সেই জন্য আমি নিজে গাড়ির চাকায় পাথর দিই। মারাত্মক একটা অভিজ্ঞতা হলো আমার।’
অনেক কষ্টেই হোটেলে পৌঁছেছেন শ্রীলেখা। তবে সকাল হতেই চারপাশ দেখে অভিনেত্রীর মন বদল। সামাজিক মাধ্যমে স্পষ্ট জানালেন, শহুরে ব্যস্ততা থেকে দূরে পাহাড়েই ভালো আছেন তিনি। আরও কয়েকদিন থাকবেন সেখানে।
আরএসও