সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বাংলাদেশি ‘ছায়াবাজ’ সিনেমায় অভিনয়ের জন্য গেল ৩০ আগস্ট ঢাকায় উড়ে আসেন সায়ন্তিকা ব্যানার্জী। সেদিন বিমানবন্দরে নেমে একটি গ্রুপ ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেন তিনি। সেই ছবিতে দেখা গেছে জায়েদ খান ও টলিউড পরিচালক রাজীব কুমারকে।
এই ছবিতে সায়ন্তিকার নায়ক জায়েদ খান, সেজন্য তিনি ছবিতে উপস্থিত থাকা স্বাভাবিক। কিন্তু রাজীব কেন ঢাকায় আসলেন? তিনি তো এই ছবির পরিচালক নন।
ভারতীয় গণমাধ্যমকে সায়ন্তিকার সঙ্গে ঢাকায় আসার কারণ জানিয়েছেন রাজীব। তার কথায়, ‘আমি তেমনভাবে যুক্ত নই। মনিরুল (ছবির প্রযোজক) ভাইয়ের সংস্থার সঙ্গে অল্পস্বল্প কাজ করি। এই ছবির গানের রেকর্ডিং হয়েছিল কলকাতায় আমার তত্ত্বাবধানে। তাই যখন শুনেছিলাম গানের শুটিং হচ্ছে, তাই দেখতে গিয়েছিলাম। তারপর যা কিছু ঘটেছে তখন আমি উপস্থিত ছিলাম না। তাই কী হয়েছে— আমার পক্ষে বলা কোনোভাবেই সম্ভব নয়।’
প্রথমবার ঢালিউডের ছবিতে অভিনয় করতে এসে প্রযোজকের সঙ্গে দ্বন্দ্বে জড়ান সায়ন্তিকা। তাই রাগ করে শুটিংয়ের মাঝপথে কলকাতা ফিরে যান। নিজ দেশে গিয়ে সেখানকার গণমাধ্যমকে তিনি বলেন, ‘মূল সমস্যার নেপথ্যে রয়েছেন ছবির প্রযোজক। বারবার আমি প্রযোজক মনিরুলের সঙ্গে কিছু টেকনিক্যাল সমস্যা নিয়ে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। কিন্তু কোনো উত্তরই পাওয়া যায়নি। তার কোনো পরিকল্পনা নেই। কোনো ব্যবস্থাপনা নেই।’
তবে সঠিকভাবে ব্যবস্থাপনা করলে ছবির কাজ শেষ করবেন বলে জানিয়েছিলেন নায়িকা তবে এত বিতর্কের মাঝে আদৌ কি সায়ন্তিকা ও জায়েদের এই ছবির শুটিং শেষ হবে— সেই উত্তর দেবে সময়।
আরএসও