সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ক্যাম্পাসে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ছাত্রলীগের ৯ নেতাকর্মীকে বহিষ্কার করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ। পরে মানবিক কারণ দেখিয়ে তাদের সেই বহিষ্কারাদেশ প্রত্যাহারও করে নিয়েছে তারা। ওই ৯ শিক্ষার্থীই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মী। তবে কোন ৯ জন তা প্রকাশ করা হয়নি।
রোববার (১৩ আগস্ট) এ সংক্রান্ত চিঠি পাঠায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূরুল আজিম সিকদার ।
এ বিষয়ে তিনি বলেন,মানবিক কারণে ৯ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। তবে কোন ৯ জনের বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে তা এখন প্রকাশ করা যাবে না।
উল্লেখ্য চলতি বছরে ৯ জানুয়ারি ছাত্রলীগের ১৭ নেতাকর্মীসহ মোট ১৮ জনকে বহিষ্কার করা হয়। সংঘর্ষ, ভাঙচুর, মারামারি ও সাংবাদিক হেনস্তাসহ বিভিন্ন ঘটনায় তাদের বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এফএইচ