সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
আগামী ১৭ আগস্ট এইচএসসি ও সমমানের পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে। কোনোভাবেই পরীক্ষা পেছানোর সুযোগ নেই। এ তথ্য জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক অধ্যাপক তপন কুমার সরকার।
মঙ্গলবার (৮ আগস্ট) তিনি বলেন, পরীক্ষা যথাসময়ে হবে। পেছানোর কোনো সম্ভাবনা নেই। এইচএসসি পরীক্ষার সিলেবাস ও রুটিন অনেক আগে দেওয়া হয়েছে। এ বিষয়ে সব পক্ষের সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারও কোনো সমস্যা হওয়ার কথা নয়। পরীক্ষা যথাসময়েই হবে।
এদিকে এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর দাবিতে সোমবার থেকে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। নম্বর কমিয়ে দেওয়া ও পরীক্ষা দুই মাস পিছিয়ে দেওয়াসহ চার দাবিতে বিক্ষোভ করছেন তারা।
এইউ