সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
যশোরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার (এইচএসসি) রসায়ন দ্বিতীয়পত্রের ব্যবহারিক বিষয়ে পরীক্ষা গ্রহণের জন্য বহিরাগত পরীক্ষক হিসেবে অধিক পরীক্ষার্থীর দুটি কেন্দ্রে একজন শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (২৪ সেপ্টেম্বর) যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে ওই শিক্ষকের নিয়োগপত্র দেওয়া হয়।
একজন শিক্ষককে যশোর শহরের গুরুত্বপূর্ণ দুটি কেন্দ্রে বহিরাগত পরীক্ষক হিসেবে নিয়োগ দেওয়ায় রসায়ন বিষয়ের শিক্ষকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। নিয়োগপ্রাপ্ত শিক্ষক হলেন যশোরের উপশহর কলেজের সহকারী অধ্যাপক ইমদাদুল ইসলাম।
তাকে নিয়োগ দেওয়া কেন্দ্রে দুটি হচ্ছে সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজ ও সরকারি সিটি কলেজ। এম এম কলেজ কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে সরকারি মহিলা কলেজের ২৬০ পরীক্ষার্থী আর সরকারি সিটি কলেজে কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে এমএম কলেজের প্রায় ৪০০ শিক্ষার্থী। তবে রসায়ন দ্বিতীয়পত্রের ব্যবহারিক পরীক্ষার তারিখ এখনও চূড়ান্ত হয়নি।
যশোর শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অধিক সংখ্যক পরীক্ষার্থীর এই কেন্দ্র দুটিতে একজন শিক্ষককে বহিরাগত পরীক্ষক নিয়োগ দেওয়ায় রসায়ন বিষয়ের শিক্ষকেরা ক্ষুব্ধ হয়েছেন।
সরকারি কলেজের রসায়ন বিভাগের একজন শিক্ষক নাম প্রকাশ না করা শর্তে বলেন, যশোর জেলায় সরকারি-বেসরকারি মিলিয়ে রসায়ন বিষয়ে অন্তত ১০০ জন শিক্ষক রয়েছে। সেখানে সরকারি এমএম কলেজ এবং সরকারি সিটি কলেজের মতো বড় পরীক্ষাকেন্দ্রে বেসরকারি একটি কলেজের একজন শিক্ষককে বহিরাগত প্রশিক্ষক নিয়োগ দেওয়া নজিরবিহীন ঘটনা। একজন শিক্ষককে যদি দুটি কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয় তাহলে অন্য শিক্ষকেরা কী করবেন?
এ বিষয়ে জানতে চাইলে যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বিশ্বাস শাহিন আহমেদ সাংবাদিকদের বলেন, যশোর শহরের বড় দুটি পরীক্ষাকেন্দ্রে একজন শিক্ষক দায়িত্ব পাওয়ার কথা না। সম্ভবত প্রিন্টের মিসটেক হয়েছে। এখনই সংশোধন করে দিচ্ছি । যেকোনো একটি কেন্দ্রে ওই শিক্ষক দায়িত্বপ্রাপ্ত হবেন।
এইউ