সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
১৪ বোতল মদসহ আটক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রোববার (৬ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী।
বহিষ্কৃতরা শিক্ষার্থীরা হলেন—বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী সাজিদ সাকিব ও একই সেশনের মাহমুদ সাকিব।
এই ঘটনাকে কেন্দ্র করে পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আশরাফুর রহমানকে আহ্বায়ক করে ৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৩ আগস্ট) রাত ১১টার দিকে সিলেটের কোম্পানীগঞ্জ ইসলামপুরের কালা সাদেক এলাকা থেকে দুই শিক্ষার্থীকে ১৪ বোতল মদসহ আটক করে কোম্পানীগঞ্জ থানা-পুলিশ। এতে মাদক আইনে তাদের নামে মামলা করে পুলিশ ৷ এরপর শুক্রবার তাদের জেলহাজতে পাঠায় আদালত।
এফএইচ