দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
গত দু সপ্তাহ ধরে হু হু করে বাড়ছে ডিম ও মুরগির দাম। দাম বৃদ্ধি নিয়ে উঠেছে নানা গুঞ্জন। বৃহৎ পাইকারদের দাবি মধ্যস্বত্বভোগী ও বড় কোম্পানিগুলো বাজারে দাম নির্ধারণ করে। তবে ভোক্তা অধিকার মহাপরিচালক জানান, যারা বাজারে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে সিআইডির কাছে মামলা রুজি করা হয়েছে। অস্বাভাবিক দাম নিয়ন্ত্রণে দরকার সরকারের সব সংস্থাকে একসঙ্গে কাজ করা।
দুই সপ্তাহের মধ্যে ডিমের দাম ডজনে বেড়েছে ২০ থেকে ২৪ টাকা, ব্রয়লার মুরগির কেজিতে বেড়েছে ৪০ টাকার মত। খোলা বাজারে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৫০ টাকা।
এমন অস্বাভাবিক দাম বৃদ্ধি প্রসঙ্গে জানতে দেশ টিভির টিম রাজধানী তেজগাঁও এলাকায় পাইকারি ডিম ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করে। তবে ডিম পাইকারি আড়ত ও খামার পর্যায়ে এই দাম নির্ধারণের মধ্যস্বত্বভোগী ও বড় কোম্পানিগুলোই মুখ্য ভূমিকা পালন করে।
এদিকে তেজগাঁয়ে পাইকারি ব্যবসায়ীরা বলেন, প্রান্তিক খামারিরা মধ্যস্বত্বভোগীকে ডিম দেয়। আমরা মিডিয়া বা মধ্যস্বত্বভোগীদের কাছ থেকে ডিম কিনি। স্থানীয় পর্যায়ে তারাই দাম বাড়ায়।
ডিমের অস্বাভাবিক দাম বৃদ্ধি প্রসঙ্গে ভোক্তা অধিকারের মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান দেশ টিভিকে জানান, আমরা ইতোমধ্যে বিভিন্ন কর্পোরেট কোম্পানি ও বড় ব্যবসায়ীদের বিরুদ্ধে আইন সংস্থার কাছে তথ্য দিয়েছি।
এ সময় তিনি আরও বলেন, আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছি অসৎ ব্যবসায়ীদের দূরত্ব কমাতে। বাজার সঠিক নিয়ন্ত্রণে দরকার সরকারের বিভিন্ন মন্ত্রণালয় সম্মিলিত প্রচেষ্টা বলেন জানান তিনি। বাজার নিয়ন্ত্রণে সকল সরকারি সংস্থার সম্মিলিত প্রচেষ্টা চালালে বাজার মনিটরিং করা সম্ভব বলে দাবি করেন এই মহাপরিচালক।
এফএইচ