সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
রাজধানীর একটি বার ভাঙচুরের ঘটনায় তিতুমীর কলেজ ছাত্রলীগের সহসভাপতিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার ডিউটি অফিসার।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়। ৩ জনের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গিয়েছে। মামলার ২ নং আসামী তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি সুলতান। তিনি কলেজের ইংরেজি বিভাগের ২০০৮-০৯ সেশনের শিক্ষার্থী।
এর আগে বারে মদ পানের পর টাকা না দিয়ে উল্টো ভাঙচুর করে কয়েক লাখ টাকা ও শতাধিক মদের বোতলসহ বিভিন্ন জিনিস লুট করার অভিযোগ ওঠেছে রাজধানীর সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের একদল নেতাকর্মীদের বিরুদ্ধে।
শনিবার (২৩ সেপ্টেম্বর) মধ্যরাতে মহাখালীর জাকারিয়া বারে এই ঘটনা ঘটে। এরপর এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে রাজধানীর বনানী মডেল থানায়।
এফএইচ