সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সোনারগাঁ পৌরসভা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সই করা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নারায়ণগঞ্জ জেলা শাখার আওতাধীন সোনারগাঁ পৌর শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। একই সঙ্গে নারায়ণগঞ্জ জেলা শাখাকে ওই ইউনিটের সাংগঠনিক গতিশীলতা বাড়ানোর লক্ষে প্রয়োজনীয় সাংগঠনিক উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেওয়া হলো।
উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে সোনারগাঁ পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুবুর রহমান রবিন ও সাবেক সাধারণ সম্পাদক শাহরিয়ার হাসান খান সাজুকে গ্রেপ্তার করে পুলিশ।
সোমবার তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান মোল্লার আদালতে হাজির করে পুলিশ। আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানি শেষে তাদের নারায়ণগঞ্জ কারাগারে পাঠানো হয়।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান এবং সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আহসান উল্লাহ এসব তথ্য নিশ্চিত করেন।
আরএ