সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
রাজধানীর শাহবাগ থানায় তুলে নিয়ে গিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে বেধড়ক মারধরের ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গঠন করা তদন্ত কমিটি আরও তিন দিন সময় চেয়েছে। এ নিয়ে তৃতীয়বারের মতো সময়ের আবেদন করল তদন্ত কমিটি।
রোববার (২৪ সেপ্টেম্বর) তদন্ত কমিটি ডিএমপি কমিশনার গোলাম ফারুকের কাছে সময় চেয়ে আবেদন করে। ডিএমপি সূত্রে এসব তথ্য জানা যায়।
আজ (রোববার) তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ নির্ধারিত ছিল। তদন্ত শেষ না হওয়ায় পুনরায় তিন দিন সময় বাড়ানোর আবেদন তদন্ত কমিটি।
গত ৯ সেপ্টেম্বর শাহবাগ থানায় তুলে নিয়ে গিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে বেধড়ক মারধর করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হারুন-অর-রশীদ। এ ঘটনায় পরদিন ১০ সেপ্টেম্বর একটি তদন্ত কমিটি গঠন করে ডিএমপি। তিন সদস্যের তদন্ত কমিটিকে দুই কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। কিন্তু তারা পুনরায় পাঁচ দিন সময় বাড়ানোর আবেদন করে। তাদের আবেদন মঞ্জুর করে গত মঙ্গলবার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু কমিটি আরও সাত কার্যদিবস সময় চাইলে তিন কার্যদিবস সময় বাড়ানো হয়।
তদন্ত কমিটির সভাপতি ডিএমপির উপ-পুলিশ কমিশনার (অপারেশনস) মো. আবু ইউসুফ। সদস্যরা হলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (নিউমার্কেট জোন) শাহেন শাহ্ ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-মতিঝিল) মো. রফিকুল ইসলাম।
গত ৯ সেপ্টেম্বর রাতে তুলে নিয়ে শাহবাগ থানায় কেন্দ্রীয় ছাত্রলীগের তিন নেতাকে নির্যাতন করার অভিযোগ ওঠে পুলিশের তৎকালীন রমনা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) হারুন–অর–রশীদের বিরুদ্ধে। আলোচিত এ ঘটনার পর এডিসি হারুনকে সাময়িক বরখাস্ত করে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়। এ ছাড়া শাহবাগ থানার পরিদর্শক (অপারেশনস) মোস্তফাকে বদলি করা হয়।
এফএইচ