সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
লোন নিয়ে কিনেছিলেন অটোরিকশা (মিশুক)। হাজিরা দিতে এসে জজকোর্ট প্রাঙ্গণ থেকে তার অটোরিকশাটি চুরি হয়ে যায়। জীবিকার একমাত্র সম্বলটি হারিয়ে চালক নূর আলম (৩৫) ও তার স্ত্রী মুক্তা বেগম আদালত পাড়ায় কান্নায় ভেঙে পড়েন। কিছুতেই যেন থামছে না তাদের কান্না।
রোববার (২০ আগস্ট) দুপুর ২টার কার দিকে লক্ষ্মীপুর জজকোর্ট প্রাঙ্গণে এ ঘটনাটি ঘটে।
নূর-আলম সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের রশিদপুর গ্রামের রাধা বাড়ীর মৃত নূর নবীর ছেলে। এছাড়াও তিনি এক কন্যা সন্তানের বাবা।
খবর পেয়ে শহর পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) মো. জহিরুল আলম আদালত পাড়ায় এসে রিকশাচালক নূর আলমের সঙ্গে কথা বলেন এবং তাকে থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেন।
ভুক্তভোগী নূর আলম জানান, আজ (রোববার) সকালে একটি মাদক মামলায় আদালতে হাজিরা দিতে আসেন। রিকশায় স্ত্রীকে বসিয়ে রেখে কোর্টের ৮ম তলায় যান হাজিরা দিতে। স্বামীর ফিরতে দেরি হওয়া স্ত্রী মুক্তা বেগম তার সন্ধানে কোর্টে যান। হাজিরা দিয়ে এসে দেখেন তার অটোরিকশাটি নেই। জীবিকার একমাত্র সম্বল (মিশুক) হারিয়ে নিঃস্ব হয়ে গেছে স্বামী-স্ত্রী।
নূর-আলমের স্ত্রী মুক্তা বেগম জানান, ৫টি কিস্তি থেকে টাকা নিয়ে অটোরিকশা (মিশুক) কিনি। এখন আমরা কিভাবে চলবো। কিভাবে কিস্তি পরিশোধ করবো। আল্লাহ ছাড়া এখন আমাদের কিছুই নেই।
লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) জহিরুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করছি। ভুক্তভোগী চালককে লিখিত অভিযোগ দিতে বলছি। এছাড়া আমরা (পুলিশ) আদালতের যেসব সিসিটিভির ফুটেজ আছে। সেইগুলো সংগ্রহ করে অটোরিকশা উদ্ধারে অভিযান চালাব।
এফএইচ