সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজায় অংশগ্রহণ এবং সরকারবিরোধী বক্তব্য দেওয়ায় শিক্ষক খোন্দকার মনির আযম মুন্নুকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
খোন্দকার মনির আযম মুন্নু উপজেলার পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক।
শনিবার (১৯ আগস্ট) রাতে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াকান্দি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুতুব উদ্দিন মোল্লা। গত বৃহস্পতিবার (১৭ আগস্ট) তাকে নোটিশ দেওয়া হয়।
প্রধান শিক্ষক কুতুব উদ্দিন মোল্লা জানান, সাঈদীর গায়েবানা জানাজায় অংশগ্রহণ করেন খোন্দকার মনির আযম মুন্নু। জানাজা পরবর্তীতে তিনি বক্তব্য দেন। বক্তব্যে সরকার বিরোধী ও আপত্তিকর নানা কথা বলেন। এই বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি উপজেলা প্রশাসনের দৃষ্টিগোচর হয়।
পরে এ বিষয়ে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতির সঙ্গে আলোচনা করে গত বৃহস্পতিবার তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী দুই কর্ম দিবসের মধ্যে তাকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। জবাব পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
আরএ