সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণের মামলায় অভিযুক্ত স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনা ঘটেছে বরগুনার বামনা উপজেলায়। বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাতে বামনা থানায় মামলা করেন ভুক্তভোগী ছাত্রীর বাবা।
এ মামলায় ওই ছাত্রীর প্রতিবেশী আল আমীন (৩০) ও তার স্ত্রী তাজেনুর বেগমকে (২৩) বৃহস্পতিবার রাতেই গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৮ আগস্ট) তাদেরকে বরগুনা জেল হাজতে পাঠানো হয়।
মামলা সূত্রে জানা গেছে, ওই ছাত্রীর বাড়িতে মোবাইল ফোন নেই। তাই প্রয়োজনে প্রতিবেশী আল আমীনের মোবাইল ফোন থেকে কথা বলতেন তিনি। এ সুযোগে আল আমীন প্রায়ই তাকে কুপ্রস্তাব দিতেন। গত ২৮ জুলাই আল আমীনের স্ত্রী তাজেনুর ওই ছাত্রীকে কাঁথা সেলাই করার জন্য ডেকে নিজেদের ঘরে আনেন। ঘরের পাটাতনে আগে থেকেই অবস্থান করছিলেন আল আমীন।
এসময় আল আমীনকে দেখে ওই শিক্ষার্থী নিচে নামতে গেলে তাজেনুর তাকে বাধা দেন এবং টেনে-হিঁচড়ে পাটাতনে ফেলে দেন। পরে আল আমীন ওই ছাত্রীকে ধর্ষণ করেন। এ সময় ধর্ষণের ভিডিও ধারণ ও ছবি তুলে রাখেন তাজেনুর। ওই ভিডিও ও ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ওই ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করে আল আমীন। পরে কুপ্রস্তাবে পুনরায় রাজি না হওয়ায় ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন তারা।
বিষয়টি জানতে পেরে বামনা থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ছাত্রীর বাবা। পরে পুলিশ অভিযুক্ত স্বামী-স্ত্রীকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করে। রাতেই তাদের বিরুদ্ধে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা নিয়ে শুক্রবার সকালে তাদের জেল হাজতে পাঠানো হয়।
বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েই আমরা অভিযুক্ত আল আমীন ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছি। তাদের মোবাইল ফোনে ধারণ করা ধর্ষণের ভিডিও পেয়েছি। পরে মামলা নিয়ে অভিযুক্তদের বরগুনা জেল হাজতে পাঠানো হয়েছে।
এইউ