সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
জামালপুর-শেরপুর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) হোসনে আরাকে থাপ্পড়ের ঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
শুক্রবার (১৮ আগস্ট) রাতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তদন্ত কমিটির প্রধান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল নাসের চৌধুরী বলেন, ১৭ আগস্টের ওই সভায় আমি উপস্থিত ছিলাম। ওই সময় ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলালসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। সেখানে মহিলা এমপি হোসনে আরার গায়ে কখন হাত তোলা হয়েছে, সেটা আমরা কেউ দেখিনি। তিনি যে অভিযোগ তুলছেন, সেটা যদি আমরা আগে থেকেই জানতাম, তাহলে উপস্থিত ছাত্রলীগ যুবলীগসহ সবার হাতে মোবাইল ছিল সেটা দিয়ে ভিড়িও করে রাখতাম।
তিনি বলেন, যেহেতু আমাকে তদন্ত কমিটির প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে, আমরা চুলচেরা বিশ্লেষণ করে প্রতিবেদন দাখিল করব।
তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মজিবর রহমান শাজাহান, ফরিদ উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক সরকার ও সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান।
গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে ইসলামপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা চলাকালে সংরক্ষিত আসনের নারী এমপি হোসনে আরাকে থাপ্পড়ের অভিযোগ ওঠে আনোয়ারুল ইসলাম নামের এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। তিনি উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক। রাতে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ওই এমপি।
জেডএ