সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
টাঙ্গাইলে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে জেলা ও দায়রা জজ আদালতের আব্দুল বাছেদ (৭৫) নামে এক জ্যেষ্ঠ আইনজীবীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ আগস্ট) ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহসিনা আক্তার আঁখি এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
মহসিনা আক্তার আঁখি বলেন, তার বাবা টাঙ্গাইল শহরের সাবালিয়াস্থ বাসায় থেকে টাঙ্গাইল জজ কোর্টে নিয়মিত প্র্যাকটিস করতেন। গত ১৪ আগস্ট ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন তিনি। প্রথমে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মারা যান তিনি।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র ও চার কন্যা রেখে গেছেন। এদিন বাদ জুমা টাঙ্গাইল কোর্ট চত্বরে প্রথম এবং বাদ আসর বাসাইল উপজেলার আইসরায়ে আব্দুল বাছেদ মিয়ার নিজ গ্রামে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়।
আরএ