সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
শরীয়তপুরে এক প্রবাসীর ফাঁকা বাড়িতে চুরি করতে এসে ডিম ভাজতে গিয়ে ধরা খেল চোর। ভুক্তভোগী পরিবার জানিয়েছে, এসময় ডিম ভাজি করে খেতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়েছে এক চোর। তবে টের পেয়ে পালিয়ে গেছেন তার সহযোগীরা।
শুক্রবার (১৮ আগস্ট) রাতে শরীয়তপুর সদর উপজেলার তুলাসার ইউনিয়নের গুড়িপাড়া গ্রামের প্রবাসী পলাশ ফকিরের বাড়িতে এ ঘটনা ঘটে।
চুরির অভিযোগে আটক হওয়া ওই ব্যক্তির নাম সাদেক খান (২৭)। তিনি রাজধানীর খিলগাঁও থানার বনশ্রীর মো. আলাউদ্দিন খানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রবাসে থাকেন পলাশ ফকির। তার বাড়ি বেশিরভাগ সময়ই খালি থাকে। মাঝে মধ্যে তার মা আঙ্গুরা বেগম এসে বাড়িতে থাকতেন। শুক্রবার রাতে শোভন ফকির নামে এক প্রতিবেশী পলাশ ফকিরের ঘরে মৃদু আলো দেখতে পেয়ে আঙ্গুরা বেগমকে খবর দেন। তিনি এসে ঘরের দরজা খুলে সাদেক খানকে হাতেনাতে আটক করে। তবে চোর চক্রের অন্য সহযোগীরা পালিয়ে যান। পুলিশকে জানালে তারা এসে সাদেক খানকে আটক করে।
স্থানীয় নাজমুল হোসেন ফকির জানান, আমরা খবর পেয়ে আঙ্গুরা বেগমের সঙ্গে গিয়ে চোরকে হাতেনাতে ধরে পুলিশকে খবর দিয়েছি।
আঙ্গুরা বেগমের নাত জামাই সাইদ আহমেদ সবুজ বলেন, প্রতিবেশীর থেকে খবর পেয়ে এসে দেখি সব কিছু এলোমেলো। টের পেয়ে আটক হওয়া চোরের অন্য সহযোগীরা পালিয়ে গেছে। তারা ঘরে থাকা এক লাখ টাকা ও এক জোড়া কানের দুল করে নিয়ে পালিয়েছে। এ ঘটনায় আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।
এ বিষয়ে পালং মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শরিফুল ইসলাম জানান, একজন চোরকে স্থানীয়রা হাতেনাতে আটক করে পুলিশকে খবর দিয়েছে। ভুক্তভোগী পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরএ