সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্স প্রতি তিন মাস পর পর খোলা হয়। এবার খোলা হয়েছে ৩ মাস ১৩ দিন পর। আর খুলে পাওয়া গেছে ২৩ বস্তা টাকা। ঐতিহাসিক এ মসজিদটিতে রয়েছে ৮টি দানবাক্স।
জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক কাজী মহুয়া মমতাজের তত্ত্বাবধানে সকাল সোয়া আটটার দিকে দানবাক্সগুলো খোলা হয়। আটটি দানবাক্স খুলে পাওয়া গেছে ২৩ বস্তা টাকা। এখন চলছে গণনার কাজ। গণনা শেষে টাকার পরিমাণ জানা যাবে।
এর আগে গত ৬ মে দানবাক্সগুলো খোলা হয়েছিল। ১৯টি বস্তায় তখন রেকর্ড ৫ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৬৮৯ টাকা এবং বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়া গিয়েছিল।
জেলা শহরের হারুয়া এলাকায় নরসুন্দার তীরে ৩ একর ৮৮ শতাংশে জমির ওপর প্রতিষ্ঠিত পাগলা মসজিদ কমপ্লেক্স।
এফএইচ