সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কুমিল্লার চৌদ্দগ্রামে ডাকাতিয়া নদীতে নৌকা ডুবে ভাইবোনে মৃত্যু হয়েছে। এ সময় একই পরিবারের আরও তিনজনসহ মোট চারজন আহত হয়েছেন।
শুক্রবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার গুনবতী ইউনিয়নের খাটরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের ঝিকড্ডা গ্রামের আনিসুর রহমানের মেডিকেলে পড়ুয়া মেয়ে অরণ্য আক্তার (২০) ও সদ্য এসএসসি পাস করা ছেলে তানভীর (১৫)। তারা সপরিবারে ঢাকায় থাকেন। বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকেলে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলেন।
স্থানীয়রা জানান, ছোট দুটি বাচ্চাসহ পরিবারের পাঁচজন সদস্য নৌকায় ঘুরতে বের হন। নৌকার তলদেশে ছিদ্র থাকার কারণে মাঝপথে নৌকাটি ডুবে যায়। এ সময় তাদের চিৎকারে স্থানীয়রা নৌকার মাঝিসহ চারজনকে উদ্ধার করলেও দুইজন পানির নিচে তলিয়ে যান। পরে চৌদ্দগ্রাম থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের একটি দল মরদেহ দুটি উদ্ধার করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করেছেন।
চৌদ্দগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিষয়টি খুবই মর্মান্তিক। সুরতহাল শেষে কারও কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।