সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নিচে পড়ে থাকা ইট, সুড়কি আর রড খুলে নিয়ে যাচ্ছে অনেকে। এভাবেই হরিলুট হয় ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়ন পরিষদের অন্যান্য উপকরণ। এটি একটি ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত ভবন ধসের পরের ঘটনা। এরপরই আলোচনা-সমালোচনা শুরু বিষয়টি নিয়ে।
এ ঘটনার পরই অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেছে ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এরপরই এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। অনেকে বাড়ি ছেড়ে পালিয়েছে। স্থানীয়রা জানায়, এমন ঘটনায় মামলা হবে জানলে কেউ এ কাজ করত না।
দ্রুত আসামিদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন মামলার বাদী ইউপি সদস্য ফারুক মিয়া। আর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলছেন, তার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পরিত্যক্ত ভবনে চুরির ঘটনা ঘটিয়েছে প্রতিপক্ষরা।
এদিকে তদন্তপূর্বক ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ। অপরাধী কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
প্রসঙ্গত, ১৯৮০ এর দশকের শেষের দিকে নির্মিত ভবনটি ২০০৮ সালে পরিত্যক্ত ঘোষণা করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। গত ফেব্রুয়ারি মাসে ভবনটি অপসারণের জন্য রেজুলেশনের মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছিল ইউনিয়ন পরিষদ। এরপর ১৪ মার্চ ধসে পড়ে ইউনিয়ন পরিষদের চার কক্ষবিশিষ্ট একতলা পরিত্যক্ত ভবনটি।
এইউ