সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বিদেশি শক্তি কাউকে ক্ষমতায় বসাতে পারে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি বলেন, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, এ দেশ আমেরিকার কোনো রাজ্য নয়।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আন্দরকিল্লা চত্বরে এক বিশাল সমাবেশে তিনি একথা বলেন।
আ জ ম নাছির বলেন, আন্তর্জাতিক সন্ত্রাসবাদের এবং পৃথিবীর সকল অঘটন, দুর্ঘটনার খলনায়ক মার্কিন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনী রাশেদ চৌধুরীকে আশ্রয় দিয়েছে। তারা কোন মুখে মানবতা ও গণতন্ত্রের কথা বলেন। তাদের পার্লামেন্টেও তারা সন্ত্রাসবাদী হামলা চালিয়েছে। তারা ১৯৭১ সালেও বাংলাদেশের নিশ্চিত স্বাধীনতা অর্জনকে ভূলুন্ঠিত করতে পারে নি।
এসময় তিনি নেতাকর্মীদের রাজপথে থাকার আহ্বান জানান। ১৭ আগস্টের সিরিজ বোমা হামলায় কুশীলবদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান তিনি।
আরএ