সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
প্রধানমন্ত্রীর সঙ্গে আল্লাহর রহমত আছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২১ বার হত্যার চেষ্টা করা হয়েছে, কিন্তু পারেনি। মা-বাবাসহ পরিবারের সদস্যদের হারানোর পরও তিনি ভেঙে পড়েননি। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে তিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার তল্লা এলাকায় জাতীয় শোক দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এদিন ফতুল্লা থানা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে শতাধিক স্থানে বিশেষ দোয়া ও খাবার বিতরণ করা হয়।
শামীম ওসমান বলেন, আন্দোলনের নামে যারা নির্বিচারে আগুন দিয়ে মানুষকে পুড়িয়ে হত্যা করেছে, তারাই আজ গণতন্ত্র পুনরুদ্ধারের নামে আন্দোলনে নেমেছে। বিএনপি ২০১৩-১৪ সালে পাঁচ শতাধিক মানুষকে পুড়িয়ে মেরেছে। তারা এখন কোন ধরনের গণতন্ত্রের কথা বলে।
তিনি বলেন, বিএনপি আমাদের ওপর অনেক অত্যাচার করেছে। কিন্তু আমরা ক্ষমতায় এসে কারও ওপর প্রতিশোধ নেইনি। কিন্তু তারা আমাদের নেতাকর্মীদের বাড়িতে আগুন দিয়েছে, হত্যা করেছে, লুটপাট করেছে। ৪৯ জন নেতাকর্মীদের দাফন করেছি। লাশ নিয়ে কবরস্থানে যেতে পারিনি। লাশের ওপর গুলি করা হয়েছে। আমাদের নেত্রী সহিংসতার শিক্ষা দেয়নি।
তিনি আরও বলেন, দেশ সামনের দিকে এগিয়ে গেছে, আরও যাচ্ছে। এটা অনেকেই সহ্য করতে পারছে না। আমাদের বঙ্গোপসাগরে অপশক্তি ঘাঁটি করতে চাচ্ছে। তারা বাংলাদেশকে আফগানিস্তান, সিরিয়া বানাতে চাচ্ছে। দেশকে বাঁচাতে হবে, আপনারা ঘুম থেকে উঠুন। দেশ না থাকলে আপনার-আমার বাচ্চাদের ভবিষ্যৎ কী হবে।
শামীম ওসমান বলেন, আমাদের নেত্রী কখনও কারও কাছে মাথা নত করেননি। দেশের স্বার্থ ক্ষুণ্ন হয় এমন কারও সঙ্গে আপস করেননি। আমাদের পদ্মা সেতুর জন্য অর্থায়ন বন্ধ করে দেওয়া হলে তিনি নিজস্ব অর্থায়নে এই সেতু করে দেখিয়েছেন। রূপপুর বিদ্যুৎকেন্দ্র করেছেন, মেট্রোরেল করেছেন, বঙ্গবন্ধু টানেল করেছেন। এসব তিনি মুক্তির জন্য করেছেন। এই মুক্তি অর্থনৈতিক মুক্তি।
আরএ