সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীনতা অর্জন করেছে। তাই বিএনপির আন্দোলনে আওয়ামী লীগ যেমন ভয় পায় না, তেমনি এই দেশের জনগণও ভয় পায় না।
বুধবার (১৬ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের মাসদাইর এলাকায় জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বিশেষ দোয়া অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় স্থানীয়দের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
শামীম ওসমান বলেন, পৃথিবীর ৩৩টি দেশে নির্বাচন হচ্ছে। আমাদের মতো ছোট একটি দেশের নির্বাচন নিয়ে বিশ্ব মোড়লদের এত মাথা গরম কেন? কেন আজকে জাতির পিতার কন্যা সংসদে বলতে বাধ্য হন, ‘আমার দেশের কোনো সম্পদ আমি অন্য কোনো দেশকে দিয়ে আমি ক্ষমতায় থাকবো না।’ আমি মনে করি বাংলাদেশের মানুষ এখনো শেখ হাসিনার পেছনে আছে। তিনি এখন শুধু আওয়ামী লীগের সম্পদ না। তিনি বাংলাদেশের সকল মানুষের সম্পদ।
তিনি বলেন, আমরা বঙ্গবন্ধুকে হারিয়ে রাজনীতি করছি। আমাদের রাজনীতি করার কোনো প্রয়োজনই ছিল না। আজকে যদি বঙ্গবন্ধু বেঁচে থাকতেন তবে বাংলাদেশ বহু আগেই জাপানের মতো উন্নত রাষ্ট্র হয়ে যেত। কিন্তু কিছু বিপথগামী সদস্য বঙ্গবন্ধুকে হত্যা করে আমাদের স্বপ্নকে পিছিয়ে দেওয়া হয়েছে। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা পিছিয়ে পড়া এই জাতির স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছেন। তিনি শুধু আমাদের স্বপ্ন দেখাননি তা বাস্তবায়ন করেছেন। তাই আমি মনে করি তিনি আামদের পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ।
শামীম ওসমান বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের চাদর তার ওপরে আছে, এবং এটি প্রমাণিত। কারণ এক বার কিংবা দুই বার নয়, মোট ২১ বার তাকে হত্যার জন্য চেষ্টা করা হয়েছে। আল্লাহর রহমতে আর এই দেশের মানুষের দোয়ায় তিনি বেঁচে গেছেন। যেহেতু এতবার চেষ্ট করেও তাকে হত্যা করতে পারে নাই, ইনশাআল্লাহ এবারের নির্বাচনে এই দেশের জনগণ তাকে নির্বাচিত করে সেবার সুযোগ করে দেবেন। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। আমার কখনো কারো কাছে মাথা নত করি নাই এবং ভবিষ্যতেও করবো না।
এ সময় ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়নের চেয়ারম্যান শওকত আলী, ফতুল্লা থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও এনায়েতনগর ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান, ফতুল্লা থানা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মতিউর রহমান প্রধান, এনায়েতনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
জেবি