সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নারায়ণগঞ্জে মাদক মামলায় শাহাবুল হাসান (৩০) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (১৬ আগস্ট) বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা এ রায় দেন। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শিপ্রা মোদক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ১৩ সাক্ষীর জবানবন্দীর ভিত্তিতে আদালত এ রায় দেন। রায় ঘোষণার সময়ে সাজাপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।
কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ২০২১ সালের ৬ জুন নারায়ণগঞ্জ শহরের ডনচেম্বার এলাকা থেকে ৭২৫ গ্রাম হেরোইনসহ শাহাবুল হাসানকে গ্রেপ্তার করে র্যাব-১১। পরে সদর মডেল থানায় মামলা হলে পুলিশ ২০ দিনের মধ্যে (ওই বছরের ২৬ জুন) অভিযোগপত্র দাখিল করে।
জেবি