সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সিরাজগঞ্জে মূল্য তালিকা প্রদর্শন না করায় চার প্রতিষ্ঠানকে পাঁচ হাজার ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে এক ফার্মেসিকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ এ জরিমানা আদায় করেন।
বুধবার (১৬ আগস্ট) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত সিরাজগঞ্জ সদর ও উল্লাপাড়া উপজেলার বিভিন্ন বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে সদর উপজেলার শিয়ালকোল বাজারের শাহ আমানত এন্টারপ্রাইজকে দুই হাজার, হেলাল উদ্দিন ডিমের আড়তকে এক হাজার, উল্লাপাড়া বাজারের রাফিউল ইসলামের দোকানে এক হাজার, জহুরুল স্টোরকে এক হাজার, শাহা ফার্মেসিকে তিন হাজারসহ মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি ডিমে তারা ১-৩ টাকা লাভ করছেন। এছাড়া ডিমের মূল্য তালিকাও তারা প্রদর্শন করেননি। এ কারণে তাদের জরিমানা করে সাবধান করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
জেবি