দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কুমিল্লার মুরাদনগর উপজেলায় সড়কে বৃষ্টির পানি জমা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে হয়েছে। এ ঘটনায় উভয়পক্ষের আটজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৫ আগস্ট) রাতে উপজেলার বাঙ্গরা বাজার থানার পূর্বধইর পশ্চিম ইউনিয়নের খৈয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- খৈয়াখালী গ্রামের সোনা মিয়ার ছেলে আমির হোসেন, তার ছেলে সাদ্দাম হোসেন ও রাব্বুল হাসান এবং একই পরিবারের সাজু মিয়ার ছেলে নাসির মিয়া, জাবেদ মিয়া, খায়ের মিয়া, হাসান মিয়া ও আনিস মিয়ার ছেলে আরিফ মিয়া।
স্থানীয়রা জানায়, খৈয়াখালী গ্রামের সোনা মিয়ার ছেলে আমির হোসেন ও তার ভাই সাজু মিয়ার পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার রাতে রাস্তায় বৃষ্টির পানি জমাটকে কেন্দ্র করে সাদ্দাম হোসেন ও হাসানের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে হাতাহাতি হয়। বিষয়টি জানতে পেরে সাজু মিয়ার পরিবারের অন্যান্য সদস্যরা আমির হোসেনের বাড়িতে গিয়ে হামলা চালায়। এতে আমির হোসেন গুরুতর আহত হয়। পরে তার দুই ছেলে প্রতিবাদ করলে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এর ফলে অন্তত আটজন আহত হন।
এ বিষয়ে আহত সাদ্দাম হোসেন জানায়, অর্থনৈতিকভাবে তাদের পরিবার স্বাবলম্বী হওয়ার বিষয়টি তার চাচা সাজু মিয়ার পরিবারের সদস্যরা ভালো চোখে দেখে না। সে কারণেই তারা পূর্বপরিকল্পিতভাবে সামান্য বৃষ্টির পানিকে কেন্দ্র করে বসতঘর ভাঙচুর করে এবং মালামাল লুটপাট করে।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, ৯৯৯ থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় কোনো অবিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
আরএ