সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
পার্বত্য খাগড়াছড়ির রামগড়ে ঋণের চাপে আত্মহত্যা করেছেন ইসমাইল হোসেন (২৫) নামে এক কৃষক। সোমবার (১৪ আগস্ট) বিকেলের দিকে রামগড়ের পাতাছড়ার সোনাইরখিল গ্রামে এ ঘটনা ঘটে।
ইসমাইল হোসেন রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের সোনাইরখিল গ্রামের বাসিন্দা মো. ইদ্রিস মিয়ার ছেলে।
পাতাছড়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. আমান উল্যাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মো. ইসমাইল হোসেন কৃষিকাজ করে সংসার চালাতেন। তিনি বিভিন্ন এনজিওর কাছে ঋণগ্রস্ত। এজন্য আত্মহত্যা করে থাকতে পারেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, একাধিক এনজিও এবং ব্যক্তি থেকে ঋণ নিয়ে সময়মতো পরিশোধ করতে না পেরে বেশ কিছুদিন ধরে মানসিক চাপে ছিলেন ইসমাইল। চারদিন আগে তিনি শ্বশুরবাড়িতে বেড়াতে যান। সোমবার দুপুরে ভাত খেতে শ্বশুরবাড়িতে না যাওয়ায় স্ত্রী সলেমা বেগম স্বামীর খোঁজে বাড়িতে আসেন। ঘরের দরজা বন্ধ থাকায় তিনি পেছনের দরজার রশি কেটে ঘরে প্রবেশ করে রান্নাঘরের আঁড়ার সঙ্গে গলায় রশি পেঁচানো স্বামীর মরদেহ দেখতে পান। এ সময় তার চিৎকার-চেঁচামেচিতে আশপাশের লোকজন ছুটে এসে থানা পুলিশে খবর দেয়।
পরে রামগড় থানা পুলিশ রান্নাঘরের আঁড়ার সঙ্গে গলায় রশি পেঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় রামগড় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
নিহতের স্ত্রী সলেমা বেগম বলেন, আমার স্বামী বেশ কয়েকটি এনজিওর কাছে ঋণী। আয়ের সঙ্গে ব্যয় না মেলায় ঋণ পরিশোধ করতে ব্যর্থ হয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়েন। এনজিওর লোকজন কিস্তির টাকার জন্য চাপ দিতে থাকে। একইসঙ্গে অভাব অনটনে তিনি দিশেহারা হয়ে পড়েন।
রামগড় থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শামসুল আমিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। মরদেহের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জেবি