সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
গ্রাম বাংলার লোকসংস্কৃতির বিনোদন মাধ্যমগুলোর একটি হলো পুতুল নাচ। একসময় লোকশিক্ষার মাধ্যম হিসেবে পুতুল নাচ খুবই জনপ্রিয় ছিল। গ্রামবাংলার বিভিন্ন মেলা, উৎসবে বসত এই পুতুল নাচ। বর্তমানে আধুনিক প্রযুক্তিনির্ভর বিনোদনের জগতে হারিয়ে যেতে বসেছে এই লোকসংস্কৃতি। তবে এই সংস্কৃতি ধরে রাখতে শেরপুর জেলা শহরের শ্যামলী পার্কে বিভিন্ন রাইডসের পাশাপাশি শিশুদের বাড়তি বিনোদন দিতে সংযুক্ত করা হয়েছে হারিয়ে যাওয়া সেই পুতুল নাচ।
এখনকার শিশুরা মোবাইল ফোনে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব খুলে সময় কাটাচ্ছে। এতে তাদের মনের বিকাশ যেমন বাধাগ্রস্ত হচ্ছে তেমনি শিশুমন মোবাইল ফোনের প্রতি আকৃষ্ট হয়ে একটা জায়গায় সীমাবদ্ধ থেকে যাচ্ছে। ফলে মানসিক ও শারীরিক জীবনে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিশুদের মন। ঠিক এ সময় হারিয়ে যাওয়া পুতুল নাচের আসরে শিশু-কিশোরদের মনের বিকাশ ঘটানোর মূল লক্ষ্য নিয়ে শহরের অভিভাবকদেরও দেখা গেল শ্যামলী পার্কে।
এই সংস্কৃতির সঙ্গে জড়িতরা জানান, এক সময় পুতুল নাচের প্রচলন থাকলেও এখন তা দেখা যায় না। সবাই অন্য পেশায় চলে যাচ্ছে। মানুষও খুব একটা আগ্রহ দেখায় না, আর লাভও নেই আগের মতো।
গ্রাম বাংলার লোকসংস্কৃতি ধরে রাখতে মূলত এ প্রয়াস। আপাতত এক মাসের জন্য শো চালানো হলেও দর্শক সাড়া পেলে নিয়মিত চলবে পুতুল নাচ এমনটাই জানালেন পার্কের পরিচালক। ভবিষ্যৎ প্রজন্মের কাছে গ্রাম বাংলার ঐহিত্য লোকসংস্কৃতির অংশ এই পুতুল নাচ যাতে হারিয়ে না যায় সেজন্য সরকার ও বিভিন্ন সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানান জেলার সচেতন মহল।
এইউ